প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

২৫ ডিসেম্বর, মঙ্গলবার ক্রিসমাসের সকালে মৃত্যু হয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর।

Updated By: Dec 25, 2018, 03:13 PM IST
প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন : প্রয়াত বিখ্যাত কবি ও সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সোমবার রাতেই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২৫ ডিসেম্বর, মঙ্গলবার ক্রিসমাসের সকালে মৃত্যু হয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর।

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা উঠলেই প্রথমে যাঁর কথা মনে পড়ে সেটি হল 'অমলকান্তি'। কবি লিখেছেন,  ''অমলকান্তি আমার বন্ধু/ সে রোদ্দুর হতে চেয়েছিল।'' অমলকান্তি রোদ্দুর হতে পেরেছিলেন কিনা জানা নেই, তবে মঙ্গলবার সকালে রোদ্দুরে মিশে গেলেন প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। শুধু অমলকান্তি কবিতা কেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা মনে পড়লে মনে পড়ে 'উলঙ্গ রাজা'। কাব্যগ্রন্থের কথা। কবিতায় ছোট্ট শিশুকে দিয়ে রাজাকে কবি প্রশ্ন করেছিলেন, 'রাজা তোর কাপড় কোথায়?' কবির লেখা আরও একটি বিখ্যাত কবিতা 'কলকাতার যীশু'।

আরও পড়ুন-ফিরে গেলেন দ্বিজেন!

বাংলার কবিতা ও সাহিত্যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। তাঁর লেখা বেশকিছু ছোটগল্প ও উপন্যাস সাহিত্যপ্রেমীর কাছে কাছে চিরপ্রিয় হয়ে থাকবে। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য ১৯৭৪ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। এছাড়াও ১৯৯৪ সালে উল্টোরথ পুরস্কার, ১৯৭০ সালে তারাশঙ্কর স্মৃতি, ১৯৭৬ সালে আনন্দ শিরোমণি পুরস্কার পান তিনি। ২০০৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ডক্টরেট দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন-চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌতম দে

.