জানুন কীভাবে ডেঙ্গির মশা চিনবেন

রাজ্য এবং শহর জুড়ে ডেঙ্গির হানায় ইতিমধ্যেই মারা গিয়েছেন বেশ কিছু মানুষ। আক্রান্ত হয়েছেন বহু। রোজই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ডেঙ্গি নিয়ে আতঙ্কে জনজীবন। স্কুল-কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গি মশার লার্ভা ধ্বংস করার প্রক্রিয়া চলছে। সক্রিয় হয়েছে সরকারের স্বাস্থ্য দফতর। কিন্তু কোন মশা ডেঙ্গির আর কোনটা নয়, তা চিনবেন কীভাবে? জেনে নিন-

Updated By: Aug 20, 2016, 09:14 PM IST
জানুন কীভাবে ডেঙ্গির মশা চিনবেন

ওয়েব ডেস্ক: রাজ্য এবং শহর জুড়ে ডেঙ্গির হানায় ইতিমধ্যেই মারা গিয়েছেন বেশ কিছু মানুষ। আক্রান্ত হয়েছেন বহু। রোজই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ডেঙ্গি নিয়ে আতঙ্কে জনজীবন। স্কুল-কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গি মশার লার্ভা ধ্বংস করার প্রক্রিয়া চলছে। সক্রিয় হয়েছে সরকারের স্বাস্থ্য দফতর। কিন্তু কোন মশা ডেঙ্গির আর কোনটা নয়, তা চিনবেন কীভাবে? জেনে নিন-

১) ডেঙ্গির মশা ঘণ কালো রঙের হয়।

আরও পড়ুন এই ফল খেলে গলা এবং পাকস্থলীর ক্যানসার প্রতিরোধ সম্ভব

২) এই মশার সারা শরীরে সাদা সাদা রঙের দাগ থাকে।

আরও ভালো ভাবে ডেঙ্গির মশা চিনতে হলে দেখুন নিচের ভিডিওটি।

.