এবার জাল চিকিত্সক রুখতে নয়া উদ্যোগ এমসিআই-এর

Updated By: Sep 29, 2017, 03:45 PM IST
এবার জাল চিকিত্সক রুখতে নয়া উদ্যোগ এমসিআই-এর

ওয়েব ডেস্ক: জাল চিকিতসকের রমরমা এখন চারিদিকে। মাঝে-মাঝেই নানা জায়গা থেকে ধরা পড়ছে অথবা গ্রেফতার হচ্ছে এক-একজন জাল চিকিতসক। অথচ, এরাই বহাল তবিয়তে এতদিন প্র্যাকটিস করে যাচ্ছিল। তাই এবার জাল চিকিত্সক রুখতে নয়া উদ্যোগ MCI-এর। সব চিকিত্সককে দেওয়া হবে নতুন রেজিস্ট্রেশন নম্বর। ইউনিক পার্মানেন্ট রেজিস্ট্রেশন নম্বরের ব্যবস্থা করছে MCI।

আরও পড়ুন কোনও অসুখের ভয় নেই, পোষ্যদের সঙ্গে বাচ্চাদের থাকতে দিন, বলছেন গবেষকরা

নয়া এই পদ্ধতির আওতায় আসবেন রাজ্যের প্রায় ১০ লক্ষ চিকিত্সক। পুরনো রেজিস্ট্রেশন নম্বরের বদলে প্রত্যেক চিকিত্সকই নতুন এই রেজিস্ট্রেশন নম্বরের আওতায় আসবেন। MCI-এর দাবি, নতুন এই পদ্ধতি পুরোপুরি চালু হলে জাল চিকিত্সকদের রমরমা অনেকটাইই কমবে।

আরও পড়ুন  এই সহজ পদ্ধতিতেই সারিয়ে ফেলুন কোমরের ব্যথা

.