হয়েছে মেরুদণ্ডে ক্যানসার, কিন্তু চলেছে ব্রেইন টিবির চিকিত্সা!

হয়েছে মেরুদণ্ডে ক্যানসার। কিন্তু মাসের পর মাস ধরে চলেছে ব্রেইন টিবির চিকিত্সা। ১২ বছরের শিশু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যমে মানুষের খেলার পরিণতি কি, এখন সে দিকেই তাকিয়ে অসহায় বাবা মা। অভিযোগ, কলকাতার ঝাঁ চকচকে এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।

Updated By: Feb 24, 2017, 12:34 PM IST
হয়েছে মেরুদণ্ডে ক্যানসার, কিন্তু চলেছে ব্রেইন টিবির চিকিত্সা!

ওয়েব ডেস্ক: হয়েছে মেরুদণ্ডে ক্যানসার। কিন্তু মাসের পর মাস ধরে চলেছে ব্রেইন টিবির চিকিত্সা। ১২ বছরের শিশু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যমে মানুষের খেলার পরিণতি কি, এখন সে দিকেই তাকিয়ে অসহায় বাবা মা। অভিযোগ, কলকাতার ঝাঁ চকচকে এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।

শারীরিক সমস্যার জন্য ছেলে ঋতবানকে মল্লিকবাজারের এই বেসরকারি হাসপাতালটিতে নিয়ে আসেন বারাকপুরের ভট্টাচার্য দম্পতি। নানা পরীক্ষা হয়। ব্রেইন টিবির চিকিত্সাও হয়। তবে রোগ সারেনি। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর NIMHANS-এ ছেলেকে নিয়ে যায় ভট্টাচার্য পরিবার। সেখানে গিয়েই জানা যায়, ব্রেইন টিবি নয়, ঋতবানের মেরুদণ্ডে ক্যানসার।

আরও পড়ুন

প্রতিবেশীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

.