৭ দিনে ৫ চুরি, কেন টার্গেট সল্টলেক? তদন্তে ২৪ ঘণ্টা

Updated By: Jul 13, 2015, 08:04 PM IST

সাতদিনে পাঁচ-পাঁচটি চুরি। প্রশ্নের মুখে সল্টলেকের নিরাপত্তা। কেন বার বার টার্গেট? ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এল একাধিক কারণ।    

সাতদিনে পাঁচ তস্করনগরী সল্টলেক। ২৪ ঘণ্টার মধ্যে সাফল্য। প্রাক্তন সাংসদ ব্রতীন সেনগুপ্তের বাড়িতে চুরি প্রায় কিনারা করে ফেলল পুলিস।  চুরির প্যাটার্ন দেখে পুলিস নিশ্চিত, কলেজ ছাড়া বাকি চারটি চুরির ক্ষেত্রেই পরিকল্পনা একজনেরই। বড় সেই মাথার খোঁজে শুরু হয়েছে তল্লাসি। চুরির কিনারা হয়ে গেলেও, পুলিসকে ভাবাচ্ছে কেন বার বার টার্গেট হচ্ছে বিধাননগর? দফায় দফায় বৈঠকের পর বেশকিছু  গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন গোয়েন্দারা।

কেন টার্গেট বিধাননগর?

প্রতিটা কেস স্টাডি থেকে স্পষ্ট....

সল্টলেকের  অধিকাংশ বাসিন্দাই ধনী, বয়সে প্রবীণ, বাড়িতে একা থাকেন

প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ ক্ষীণ

বাড়িতে তালাবন্ধ করে যাওয়ার সময় কাউকে জানান না

লোকাল থানাতেও এনিয়ে কোনও তথ্য দেন না, জানানো হয় না  সংশ্লিষ্ট ব্লক বা হাউজিংয়ের প্রতিবেশীদেরও

অধিকাংশ হাউসিংয়েই CCTV নজরদারির ব্যবস্থা নেই, যেগুলিতে রয়েছে তাও মূল প্রবেশদ্বারের মধ্যেই সীমাবদ্ধ

প্রতিদিনই কাজের দরকারে অসংখ্য মানুষ বিধাননগরে আসেন, তাঁদের ওপর নজরদারির কোনও ব্যবস্থা নেই

নজরদারি নেই শহরে ঢোকা বেরোনোর রাস্তাতেও

সবমিলিয়ে, পুলিসের বক্তব্য, সচেতনার অভাবেই বারবার টার্গেট হচ্ছেন বিধাননগরের বাসিন্দারা। তবে, পুলিস নিজেদের ঘাড় থেকেও দায় পুরোপুরি ঝেড়ে ফেলছে না । এলাকায় বাইকে করে টহল দিচ্ছে  সাদা পোশাকের পুলিস। নিরাপত্তার কাজে লাগানো হচ্ছে গ্রিন পুলিসকেও।

 

.