ফ্রেন্ডশিপ ক্লাবের নাম করে প্রতারণা চক্র শহরে

শহরে নতুন প্রতারণা চক্রের হদিশ। ফ্রেন্ডশিপ ক্লাবের নাম করে টোপ। ফাঁদে পা দিলে সাইবার ক্রাইম অফিসার পরিচয় দিয়ে প্রতারণা । দীর্ঘদিন ধরেই চলছিল প্রতারণা চক্র । অবশেষে বিভিন্ন লোকের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখা । ধরা পড়ে চক্রের ১৬ জন। উদ্ধার হয় ৫৫টি মোবাইল , প্রচুর সিমকার্ড । জানা যায়,  প্রথমে ফ্রেন্ডশিপ ক্লাবের টোপ দিয়ে কাগজে বিজ্ঞাপন দিত অভিযুক্তরা। সেই বিজ্ঞাপন দেখে যাঁরা যোগাযোগ করতেন, সাইবার ক্রাইম অফিসার পরিচয় দিয়ে ভয় দেখানো হত তাদের। হাতিয়ে নেওয়া হত মোটা টাকা।

Updated By: May 9, 2017, 12:44 PM IST
ফ্রেন্ডশিপ ক্লাবের নাম করে প্রতারণা চক্র শহরে

ওয়েব ডেস্ক: শহরে নতুন প্রতারণা চক্রের হদিশ। ফ্রেন্ডশিপ ক্লাবের নাম করে টোপ। ফাঁদে পা দিলে সাইবার ক্রাইম অফিসার পরিচয় দিয়ে প্রতারণা । দীর্ঘদিন ধরেই চলছিল প্রতারণা চক্র । অবশেষে বিভিন্ন লোকের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখা । ধরা পড়ে চক্রের ১৬ জন। উদ্ধার হয় ৫৫টি মোবাইল , প্রচুর সিমকার্ড । জানা যায়,  প্রথমে ফ্রেন্ডশিপ ক্লাবের টোপ দিয়ে কাগজে বিজ্ঞাপন দিত অভিযুক্তরা। সেই বিজ্ঞাপন দেখে যাঁরা যোগাযোগ করতেন, সাইবার ক্রাইম অফিসার পরিচয় দিয়ে ভয় দেখানো হত তাদের। হাতিয়ে নেওয়া হত মোটা টাকা।

লিয়েন্ডার পেজ এবং রিয়া পিল্লাইয়ের বিবাদ মেটাতে এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

.