রেনি ডে-র কলকাতায় সারাদিনই চলল 'এপাং ওপাং ঝপাং'

Updated By: Jul 10, 2015, 07:12 PM IST
রেনি ডে-র কলকাতায় সারাদিনই চলল 'এপাং ওপাং ঝপাং'

জল থই থই কলকাতা। ব্যাজার মুখে জল ডিঙিয়ে রাস্তায় হাঁটা। নাজেহাল কলকাতার নাগরিকেরা। কিন্তু, এই জলভেজা শহরেই হাসতে হাসতে রাস্তায় হেঁটেছে একদল ছেলেমেয়ে। ওরা স্কুলের ছাত্রছাত্রী। প্রবল বৃষ্টিতে আজ ওদের প্রাপ্তি রেনি ডে।

অন্যান্য দিনের চেয়ে একটু বেশি উত্সাহ নিয়েই শুক্রবার সকালে স্কুলে এসেছিল ওরা। কিন্তু আসেনি অধিকাংশ ছাত্রছাত্রী। এমনকি আসেননি অনেক টিচারও। ফলে  রেনি ডে-তে স্কুল। আর হঠাত্ পাওয়া এই ছুটিতে বাঁধভাঙা উচ্ছ্বাস। ছুটি হয়ে গেছে স্কুল। মহানন্দে জলে ভিজছে ছাত্রছাত্রীরার। সে দৃশ্য দেখে ছেলেবেলার বর্ষাদিনের স্মৃতিতে ভিজে উঠেছে  প্রধানশিক্ষকের মনটাও।  

ক্লাসরুম নেই। নেই শিক্ষকদের কড়া নজরদারি।   শুধু জমা জল ভেঙে চলার ছপছপ শব্দ।  শুক্রবার ওদের মুখে শুধুই ছিল অনাবিল হাসি।

.