যাদবপুরে বিক্ষোভের ঘটনায় ছাত্রছাত্রীদেরই কাউন্সেলিংয়ের সওয়াল শিক্ষামন্ত্রীর

যাদবপুরে বিক্ষোভের ঘটনায় ছাত্রছাত্রীদেরই কাউন্সেলিংয়ের সওয়াল করলেন শিক্ষামন্ত্রী। এর আগেও কাউন্সেলিংয়ের কথা বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে। অভিযুক্তের পক্ষে দাঁড়িয়ে পুলিসের কাউন্সিলিংয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিক্ষোভকারীদের কাউন্সেলিংয়ের সওয়াল শিক্ষামন্ত্রীর। কিন্তু বারবার কেন কাউন্সেলিংয়ের পরামর্শ ? যাদবপুরে ছাত্র বিক্ষোভ। পুলিসের ক্ষমা চাওয়ার দাবিতে দীর্ঘ প্রায় কুড়ি ঘণ্টা যাদবপুর থানার সামনে অবস্থান।

Updated By: Jul 20, 2015, 07:44 PM IST
যাদবপুরে বিক্ষোভের ঘটনায় ছাত্রছাত্রীদেরই কাউন্সেলিংয়ের সওয়াল শিক্ষামন্ত্রীর

ওয়েব ডেস্ক: যাদবপুরে বিক্ষোভের ঘটনায় ছাত্রছাত্রীদেরই কাউন্সেলিংয়ের সওয়াল করলেন শিক্ষামন্ত্রী। এর আগেও কাউন্সেলিংয়ের কথা বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে। অভিযুক্তের পক্ষে দাঁড়িয়ে পুলিসের কাউন্সিলিংয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিক্ষোভকারীদের কাউন্সেলিংয়ের সওয়াল শিক্ষামন্ত্রীর। কিন্তু বারবার কেন কাউন্সেলিংয়ের পরামর্শ ? যাদবপুরে ছাত্র বিক্ষোভ। পুলিসের ক্ষমা চাওয়ার দাবিতে দীর্ঘ প্রায় কুড়ি ঘণ্টা যাদবপুর থানার সামনে অবস্থান।

ধাক্কাধাক্কিতে আহত পুলিসকর্মী। আর শিক্ষামন্ত্রী বললেন, কেন বারবার অশান্ত হচ্ছেন যাদবপুরের ছাত্রছাত্রীরা  তা খতিয়ে দেখতে কাউন্সেলিং করানো প্রয়োজন।  

এই প্রথম নয়। এর আগেও কাউন্সেলিংয়ের কথা শোনা গেছে। বলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

মদ্যপ অবস্থায় বেপরোয়া ড্রাইভিং। তারপর কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে মারধর। মেয়ররের ভাইঝি দেবপ্রিয়া চ্যাটার্জির উধাও হয়ে যাওয়া। ট্রাফিক কনস্টেবলের ছুটিতে চলে যাওয়া। এসব নিয়ে যখন বিরোধী প্রশ্ন বাণে বিদ্ধ সরকার। তখনই এল মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন গোটাটাই বাচ্চা মেয়েদের ঘটনা। রাস্তায় পুলিসের সঙ্গে বচসা হয়েই থাকে।  রাজ্যে সব পুলিসকর্মীও সত্‍ নন। পুলিসেরও কাউন্সেলিং দরকার।''

মুখ্যমন্ত্রীর এই বরাভয়ে আরও উদ্ধত হয়ে ওঠেন দেবপ্রিয়া। পরে যদিও সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চান। কিন্তু প্রশ্ন হল কখনও ধর্ষণ কাণ্ডে সাজানো ঘটনার তত্ত্ব, কখনও আবার কলেজে অধ্যক্ষ নিগ্রহকে ছোট ছেলেদের ছোটখাটো কাজ বলে বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

বারবার কাউন্সেলিংয়ের তত্ত্ব খাড়া করার বিষয়টি কি সেই তালিকায় নতুন সংযোজন? পরিস্থিতি সামলানো মুশকিল দেখলে, বা সামলাতে না পেরেই কি কাউন্সেলিং তাস খেলছে সরকার?

.