অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু বৃদ্ধার, দেখেও তাঁকে বাঁচাতে এলেন না কেউ

শহর কলকাতার ফের অমানবিক মুখ। চোখের সামনে বৃদ্ধাকে পুড়তে দেখেও তাঁকে বাঁচাতে এগিয়ে এলেন না কেউ। অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হল বৃদ্ধার। আজ সকালে যাদবপুর এক নম্বর এলাকার একটি পার্কে প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই বৃদ্ধা।

Updated By: Feb 17, 2017, 01:11 PM IST
অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু বৃদ্ধার, দেখেও তাঁকে বাঁচাতে এলেন না কেউ

ওয়েব ডেস্ক: শহর কলকাতার ফের অমানবিক মুখ। চোখের সামনে বৃদ্ধাকে পুড়তে দেখেও তাঁকে বাঁচাতে এগিয়ে এলেন না কেউ। অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হল বৃদ্ধার। আজ সকালে যাদবপুর এক নম্বর এলাকার একটি পার্কে প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই বৃদ্ধা।

আরও পড়ুন জিও গ্রাহকেরা কীভাবে নিজেদের বিল কত হয়েছে তা দেখবেন? জেনে নিন

সকাল ছ'টা নাগাদ প্রাতঃভ্রমণকারীদের সামনেই এ ঘটনা ঘটে। কিন্তু ৭৫ বছরের ওই বৃদ্ধাকে গায়ে আগুন দিতে দেখেও এগিয়ে আসেননি কেউ। সকলের চোখের সামনে অগ্নিদগ্ধ হয়েই লুটিয়ে পড়েন কল্পনা বর্ধন নামে ওই মহিলা। একজন বাসিন্দা ১০০ ডায়ালে ফোন করেন। কিন্তু যতক্ষণে পুলিস আসে, ততক্ষণে সব শেষ। মৃত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে পুলিস। কী কারণে বৃদ্ধা আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন তনুশ্রী দত্ত-র এখনকার ছবিটা দেখেছেন?

.