CID হেফাজতে ভুয়ো চিকিত্‌সক, তারপরেও কলকাতা মেডিক্যাল কলেজের সভায় বক্তা হিসেবে নাম রয়েছে নরেন পাণ্ডের

তিনি ভুয়ো চিকিত্‍সক। তাই নরেন পাণ্ডে আপাতত CID হেফাজতে। তারপরেও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভায় বক্তা হিসেবে তাঁর নাম রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজে এই সভা হওয়ার কথা। সেখানে শ্বাসনালির অ্যালার্জির ওপর বক্তব্য রাখার কথা ছিল নরেন পাণ্ডের। অথচ সিআইডি তাঁকে গ্রেফতার করার পরেও বক্তা তালিকায় বদল হয়নি। এখনও জ্বলজ্বল করছে নরেন পাণ্ডের নাম। যা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়েছে। IMA-এর মত প্রতিষ্ঠানের সভায় বক্তা হিসেবে একজন জাল ডাক্তারের নাম থাকায় অধিকাংশ চিকিত্‍সকই ক্ষুব্ধ। অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবতোষ বিশ্বাস। বিতর্কের জেরে আগামিকালের অনুষ্ঠান বয়কট করার কথাও জানিয়েছেন অনেকে। চাপে পড়ে এরপরই সভার বক্তা তালিকা থেকে কীর্তিমান নরেন পাণ্ডের নাম বাদ দেওয়া হয় বলে দাবি IMA কলকাতা শাখার সচিব প্রশান্ত ভট্টাচার্যের।

Updated By: Jun 2, 2017, 09:22 AM IST
CID হেফাজতে ভুয়ো চিকিত্‌সক, তারপরেও কলকাতা মেডিক্যাল কলেজের সভায় বক্তা হিসেবে নাম রয়েছে নরেন পাণ্ডের

ওয়েব ডেস্ক: তিনি ভুয়ো চিকিত্‍সক। তাই নরেন পাণ্ডে আপাতত CID হেফাজতে। তারপরেও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভায় বক্তা হিসেবে তাঁর নাম রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজে এই সভা হওয়ার কথা। সেখানে শ্বাসনালির অ্যালার্জির ওপর বক্তব্য রাখার কথা ছিল নরেন পাণ্ডের। অথচ সিআইডি তাঁকে গ্রেফতার করার পরেও বক্তা তালিকায় বদল হয়নি। এখনও জ্বলজ্বল করছে নরেন পাণ্ডের নাম। যা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়েছে। IMA-এর মত প্রতিষ্ঠানের সভায় বক্তা হিসেবে একজন জাল ডাক্তারের নাম থাকায় অধিকাংশ চিকিত্‍সকই ক্ষুব্ধ। অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবতোষ বিশ্বাস। বিতর্কের জেরে আগামিকালের অনুষ্ঠান বয়কট করার কথাও জানিয়েছেন অনেকে। চাপে পড়ে এরপরই সভার বক্তা তালিকা থেকে কীর্তিমান নরেন পাণ্ডের নাম বাদ দেওয়া হয় বলে দাবি IMA কলকাতা শাখার সচিব প্রশান্ত ভট্টাচার্যের।

নিম্নচাপের জেরে আজও শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও তার আশেপাশের এলাকা

.