আজ ধর্মঘট মোকাবিলায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শহরজুড়ে

আজ ধর্মঘট মোকাবিলায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শহরজুড়ে। ধর্মঘটিদের রুখতে ততপর পুলিশ এবং প্রশাসন। বনধের জন্য যাতে কাজে প্রভাব না পড়ে, সেই দিকে নজর রাখছে সরকার। তাই বনধ সমর্থকদের থেকেও যেন বেশি ততপর হয়ে বনধকে বিফল করতে মরিয়া তাঁরা। সারা শহরজুড়ে ৩০০০ পুলিস কর্মী  মোতায়েন থাকছে।

Updated By: Sep 2, 2016, 08:15 AM IST
আজ ধর্মঘট মোকাবিলায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শহরজুড়ে

ওয়েব ডেস্ক: আজ ধর্মঘট মোকাবিলায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শহরজুড়ে। ধর্মঘটিদের রুখতে ততপর পুলিশ এবং প্রশাসন। বনধের জন্য যাতে কাজে প্রভাব না পড়ে, সেই দিকে নজর রাখছে সরকার। তাই বনধ সমর্থকদের থেকেও যেন বেশি ততপর হয়ে বনধকে বিফল করতে মরিয়া তাঁরা। সারা শহরজুড়ে ৩০০০ পুলিস কর্মী  মোতায়েন থাকছে।

আরও পড়ুন নষ্টতে কষ্ট পেয়েও চিনাদের উপর মানহানির মামলা করল না পাখি!

শহরের মোট ৩৫৭টি জায়গায় পুলিস পিকেট। প্রতিটি বাস ডিপো, মেট্রো স্টেশন,ফেরিঘাটে পুলিস পিকেট রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় কড়া পুলিসি প্রহরার ব্যবস্থা থাকছে । প্রতিটি থানায় রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে। দিনের শেষে দেখার যে, কারা বেশি সফল হয়।

আরও পড়ুন  ১৪ দফা দাবিতে সিটু সহ অন্যান্য ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজ দেশজুড়ে সাধারন ধর্মঘট

.