পোস্তা উড়ালপুল কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিস

পোস্তা উড়ালপুল বিপর্যয় কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিস। রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিকল্পনা, নির্মানকাজ ও তত্ত্ববধানের সঙ্গে জড়িত ছিলেন ধৃতরা।

Updated By: Apr 29, 2016, 05:49 PM IST
পোস্তা উড়ালপুল কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিস

ওয়েব ডেস্ক: পোস্তা উড়ালপুল বিপর্যয় কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিস। রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিকল্পনা, নির্মানকাজ ও তত্ত্ববধানের সঙ্গে জড়িত ছিলেন ধৃতরা।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নাটবল্টু ও লোহার রড, ফরেন্সিক পরীক্ষার জন্য বেলগাছিয়ায় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়াও বেশকিছু নথি ও উড়ালপুলের নকশা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে সিসিটিভি ফুটেজও। হায়দরাবাদে IVRCL-এর অফিসেও তল্লাসি চলানো হয়েছে। যদিও আবেদনকারীদের দাবি অসম্পূর্ণ রিপোর্ট পেশ করেছে রাজ্য। দু সপ্তাহ পরে পোস্তা উড়ালপুল বিপর্যয়ের মামলার শুনানি রয়েছে।

.