কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, জারি থাকবে আরও ২৪ ঘণ্টা

বুধবার রথ। আর তার আগেই তীব্র দহনজ্বালা জুড়তে অবশেষে নামল বৃষ্টি। আর তাতেই এল স্বস্তি। গতকালের পর আজ সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি নামে  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী থেকে মাঝারি বৃষ্টি চলছে কলকাতা শহরেও। ইতিমধ্যেই শহরের কিছু কিছু নিচু জায়গায় অল্পবিস্তর জলও জমেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আরও ২৪ ঘণ্টা জারি থাকবে লাগাতার বর্ষণ।  

Updated By: Jul 3, 2016, 12:01 PM IST

ওয়েব ডেস্ক : বুধবার রথ। আর তার আগেই তীব্র দহনজ্বালা জুড়তে অবশেষে নামল বৃষ্টি। আর তাতেই এল স্বস্তি। গতকালের পর আজ সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি নামে  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী থেকে মাঝারি বৃষ্টি চলছে কলকাতা শহরেও। ইতিমধ্যেই শহরের কিছু কিছু নিচু জায়গায় অল্পবিস্তর জলও জমেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আরও ২৪ ঘণ্টা জারি থাকবে লাগাতার বর্ষণ।  

বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর  নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় এবার সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। ফলে নতুন করে জোরদার হয়েছে বর্ষা। আপাতত বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে, কাজের প্রয়োজনে বাইরে বেরিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

.