অফিস টাইমে মেট্রোয় লোডশেডিং, চূড়ান্ত ভোগান্তি

অফিস টাইমে মেট্রোয় চূড়ান্ত ভোগান্তি। লোডশেডিংয়ের কারণে থার্ড লাইনে বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ রইল ১৫ মিনিট। সকাল ৯টা ৫৩ মিনিটে লোডশেডিং হয়ে যায় মেট্রোয়। ১০টা ৮ মিনিট পর্যন্ত বন্ধ ছিল বিদ্যুত্‍ সরবরাহ। আচমকা এই বিদ্যুত্ বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। ট্রেনের ভিতর তখন ঘুটঘুটে অন্ধকারে উপচে পড়া ভিড়।

Updated By: Feb 23, 2017, 01:33 PM IST
অফিস টাইমে মেট্রোয় লোডশেডিং, চূড়ান্ত ভোগান্তি

ওয়েব ডেস্ক : অফিস টাইমে মেট্রোয় চূড়ান্ত ভোগান্তি। লোডশেডিংয়ের কারণে থার্ড লাইনে বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ রইল ১৫ মিনিট। সকাল ৯টা ৫৩ মিনিটে লোডশেডিং হয়ে যায় মেট্রোয়। ১০টা ৮ মিনিট পর্যন্ত বন্ধ ছিল বিদ্যুত্‍ সরবরাহ। আচমকা এই বিদ্যুত্ বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। ট্রেনের ভিতর তখন ঘুটঘুটে অন্ধকারে উপচে পড়া ভিড়।

চূড়ান্ত ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। কেন মেট্রোয় বিকল্প বিদ্যুতের কোনও ব্যবস্থা ছিল না? উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। গোটা ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। অভিযোগ গাফিলতির।

আরও পড়ুন, বীভত্স! টোল প্লাজায় যা ঘটল দেখে আঁতকে উঠবেন

.