সল্টলেকে তুমুল যাত্রী বিক্ষোভ

কথা ছিল, এসি বাসের। ভাড়াও নেওয়া হয় সেইমতো। কিন্তু বাস্তবে নন এসি বাস দেওয়া হল যাত্রীদের। খাস সল্টলেকে এমন কাণ্ড ঘিরে চলল তুমুল যাত্রী – বিক্ষোভ । যাত্রীদের অভিযোগ, ওই পরিবহণ সংস্থার কাছ থেকে নশো টাকায় এসি বাসের টিকিট কাটেন তাঁরা। সল্টলেক থেকে পুরী যাওয়ার কথা ছিল বাসটির। কিন্তু বাস যখন দেওয়া হয় তখন দেখা যায়, তাতে এসির চিহ্নই নেই। নন-এসি বাস ধরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। প্রতিবাদে বাস আটকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন একদল ক্ষুব্ধ যাত্রী । পুলিসের হস্তক্ষেপে শেষপর্যন্ত গন্তব্যের পথে রওনা হয় বাসটি। তবে যাত্রীদের ভাড়ার টাকা ফেরায়নি ওই পরিবহণ সংস্থা। এনিয়ে মন্তব্যেও নারাজ তাঁরা।

Updated By: May 20, 2017, 03:40 PM IST
সল্টলেকে তুমুল যাত্রী বিক্ষোভ

ওয়েব ডেস্ক: কথা ছিল, এসি বাসের। ভাড়াও নেওয়া হয় সেইমতো। কিন্তু বাস্তবে নন এসি বাস দেওয়া হল যাত্রীদের। খাস সল্টলেকে এমন কাণ্ড ঘিরে চলল তুমুল যাত্রী – বিক্ষোভ । যাত্রীদের অভিযোগ, ওই পরিবহণ সংস্থার কাছ থেকে নশো টাকায় এসি বাসের টিকিট কাটেন তাঁরা। সল্টলেক থেকে পুরী যাওয়ার কথা ছিল বাসটির। কিন্তু বাস যখন দেওয়া হয় তখন দেখা যায়, তাতে এসির চিহ্নই নেই। নন-এসি বাস ধরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। প্রতিবাদে বাস আটকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন একদল ক্ষুব্ধ যাত্রী । পুলিসের হস্তক্ষেপে শেষপর্যন্ত গন্তব্যের পথে রওনা হয় বাসটি। তবে যাত্রীদের ভাড়ার টাকা ফেরায়নি ওই পরিবহণ সংস্থা। এনিয়ে মন্তব্যেও নারাজ তাঁরা।

রসপুঞ্জে তৃণমূল নেতা খুনের পিছনে সম্ভবত রয়েছে সিন্ডিকেটের ছায়া, জোরালো হচ্ছে আশঙ্কা

তেলুগু সিনেমার বাঙালি অভিনেত্রীর সঙ্গে ডেট করছেন ভুবনেশ্বর কুমার?

.