মোদীর সঙ্গে ডিনারে আমির, সঙ্গে কঙ্গনা

শেষ অবধি অল ইজ ওয়েল। অসহিষ্ণুতা ইস্যুতে দেশ ছাড়ার মত প্রসঙ্গ তুলে একেবারে কাঠগড়ায় তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদীর সরকার। তারপর আমির খানকে কম সমালোচনা শুনতে হয়নি। মোদী ভক্তদের একেবারে পয়লা নম্বর টার্গেট হয়ে যান আমির। এরপর দিন গেছে, মাস গেছে।

Updated By: Feb 14, 2016, 07:37 PM IST
মোদীর সঙ্গে ডিনারে আমির, সঙ্গে কঙ্গনা

ওয়েব ডেস্ক: শেষ অবধি অল ইজ ওয়েল। অসহিষ্ণুতা ইস্যুতে দেশ ছাড়ার মত প্রসঙ্গ তুলে একেবারে কাঠগড়ায় তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদীর সরকার। তারপর আমির খানকে কম সমালোচনা শুনতে হয়নি। মোদী ভক্তদের একেবারে পয়লা নম্বর টার্গেট হয়ে যান আমির। এরপর দিন গেছে, মাস গেছে।

এবার আমির, মোদী একেবারে একসঙ্গে ডিনারে। শনিবার রাতে মুম্বইয়ের টার্ফ ক্লাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মোদীর সঙ্গে ডিনার সারেন আমির। দেশের নামজাদা রাজনৈতিক ব্যক্তি, কূটনীতিকদের সঙ্গে আমিরের পাশাপাশি নিমন্ত্রিত ছিলেন কঙ্গনা রানওয়াতও। 'মেক ইন ইন্ডিয়া'র এই অনুষ্ঠানে মিডিয়ার কোনও প্রতিনিধিকে এই অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, অসহিষ্ণুতা ইস্যুতে আমিরের পাশে দাঁড়িয়েছিলেন কঙ্গনা।

দেশে অসহিষ্ণুতা চলছে বলে আমির জানিয়েছিলেন, স্ত্রী কিরন রাও এজন্য প্রয়োজনে দেশ ছাড়তে চাইছেন।

.