বিধায়ক কেনাবেচার অভিযোগ কংগ্রেসের, মুখ খুললেন অরুণ জেটলি

গোয়া ও মণিপুরে সংখ্যার বিচারে দ্বিতীয় দল হয়েও সরকার গড়ার পথে BJP। ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছে কংগ্রেস। এই বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। যিনি আইন বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। মনোহর পারিক্করের পর তাঁর দফতর আবারও পাচ্ছেন জেটলিই। অরুণ জেটলি টুইট করেছেন, ত্রিশঙ্কু বিধানসভায় কাকে সরকার গড়তে ডাকা হবে, তা স্থির করার সাংবিধানিক অধিকার রাজ্যপালের রয়েছে।

Updated By: Mar 14, 2017, 08:34 AM IST
 বিধায়ক কেনাবেচার অভিযোগ কংগ্রেসের, মুখ খুললেন অরুণ জেটলি

ওয়েব ডেস্ক: গোয়া ও মণিপুরে সংখ্যার বিচারে দ্বিতীয় দল হয়েও সরকার গড়ার পথে BJP। ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছে কংগ্রেস। এই বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। যিনি আইন বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। মনোহর পারিক্করের পর তাঁর দফতর আবারও পাচ্ছেন জেটলিই। অরুণ জেটলি টুইট করেছেন, ত্রিশঙ্কু বিধানসভায় কাকে সরকার গড়তে ডাকা হবে, তা স্থির করার সাংবিধানিক অধিকার রাজ্যপালের রয়েছে।

আরও পড়ুন গোয়ায় বিজেপির সরকার গড়া আটকাতে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টে কংগ্রেস

কোনও দল সংখ্যাগরিষ্ঠ না হলেও যদি প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারে তাহলে সেই জোটকে সরকার গড়তে ডাকতেই পারেন রাজ্যপাল। গোয়া ও মণিপুরে তাই হয়েছে। দুক্ষেত্রেই সংখ্যার বিচারে দ্বিতীয় দল বিজেপি। কিন্তু, প্রয়োজনীয় সমর্থনের দাবি করায় দুই রাজ্যের তাদের সরকার গড়তে অনুমতি দিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যপাল।  

আরও পড়ুন  গোয়ার মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নেবেন মনোহর পারিক্কর

 

.