নোট নিয়মে পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার, জেনে নিন নয়া নোট বিধি

নয়া নোটের আকাল মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। বাড়ানো হল ATM  ও ব্যাঙ্কে টাকা তোলার উর্দ্ধসীমা। পনেরোই জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট। সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালেই ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোটেই বিল মেটানো যাবে।

Updated By: Nov 14, 2016, 08:37 PM IST
নোট নিয়মে পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার, জেনে নিন নয়া নোট বিধি

ওয়েব ডেস্ক: নয়া নোটের আকাল মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। বাড়ানো হল ATM  ও ব্যাঙ্কে টাকা তোলার উর্দ্ধসীমা। পনেরোই জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট। সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালেই ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোটেই বিল মেটানো যাবে।

নোট সমস্যায় জেরবার গোটা দেশ। ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। এটিএমে টাকা নেই। দোকানপাট, বাজারহাট বন্ধ। বন্ধ খুচরো কেনাবেচা। পরিস্থিতি স্বাভাবিক করতে তাই কিছু জরুরি পদক্ষেপ নিল কেন্দ্র। সাধারণ মানুষের সুরাহায় নোট নিয়ম আরও একটু শিথিল করল কেন্দ্রীয় সরকার। আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

কেন্দ্রীয় অর্থসচিব জানিয়েছেন,

কিছু কিছু ATM-এ পাঁচশো অথবা দুহাজার টাকার নতুন নোট মিলবে।

ATM-এ থেকে দিনে ২৫০০  টাকা তোলা যাবে।

প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পরিষেবা পৌছে দেওয়ার কাজ করবে মাইক্রো ATM।

আরও পড়ুন বিনামূল্যে স্মার্টফোন চাই! জেনে নিন কীভাবে পাবেন

ডাকঘরে টাকার যোগান বাড়ানো হবে।

বাড়বে ব্যাঙ্কের টাকা রাখার ক্ষমতা।

অনলাইন কেনাকাটার উত্‍সাহ দিতে ক্রেডিট ও ডেবিট কার্ডে চার্জ প্রত্যাহারের আর্জি জানিয়েছে অর্থমন্ত্রক।

নয়া নোট বিধি-

সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোটেই বিল মেটানো যাবে।

২৪ নভেম্বর পর্যন্ত ওষুধ দোকান ও ইলেকট্রিক বিল পুরনো নোটে মেটানো যাবে।

পুরনো নোট নেওয়া হবে রেলওয়ে স্টেশন, পেট্রোল পাম্প এবং সরকারি হাসপাতালে।

পনেরোই জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট।

ব্যাঙ্কে টাকা বদলানোর ঊর্ধ্বসীমা বাড়িয়ে সাড়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন ‘০’ টাকার নোটটা দেখেছেন?

দিনে টাকা তোলার ঊর্ধ্বসীমা ১০ হাজারে বেঁধে দিয়েছিল সরকার। তা তুলে দেওয়া হয়েছে। সপ্তাহে মোট ২৪ হাজার টাকা তোলা যাবে।

আর্থিক পরিষেবার পথ সমৃণ করতে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।

.