প্রজাতন্ত্রে এবার অতিথি রাজা

প্রজাতন্ত্র দিবসে এবার রাজা আসছেন। মানেটা কি ঠিক বোঝা গেল না? দাঁড়ান তাহলে খোলসা করে বলি। আগামী বছর, অর্থাত্ ২০১৭ সালে ভারতের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসছেন আবু ধাবির রাজপুত্র এইচ এইচ শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়ান। আজ একথা টুইট করে জানিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী।

Updated By: Oct 3, 2016, 01:37 PM IST
প্রজাতন্ত্রে এবার অতিথি রাজা

ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে এবার রাজা আসছেন। মানেটা কি ঠিক বোঝা গেল না? দাঁড়ান তাহলে খোলসা করে বলি। আগামী বছর, অর্থাত্ ২০১৭ সালে ভারতের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসছেন আবু ধাবির রাজপুত্র এইচ এইচ শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়ান। আজ একথা টুইট করে জানিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী।

আমন্ত্রণের জন্য ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন এইচ এইচ শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়ান।

এছাড়াও বিভিন্ন মহল থেকে এবিষয়ে টুইট বার্তা পাওয়া গেছে-

আরও পড়ুন- বারামুলায় হামলা সন্দেহভাজন পাক জঙ্গিদের, মৃত ১ বিএসএফ জওয়ান

উল্লেখ্য, এই বছরই ফেব্রুয়ারি মাসে তিন দিনের সফরে ভারতে এসেছিলেন আবু ধাবির রাজপুত্র। তখনই ভারতে এবং সেদেশের মধ্যে মোট সাতটি চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তিগুলোর মধ্যে অন্যতম হল সাইবার নিরাপত্তা, পরিকাঠামোয় লগ্নি এবং বীমা ক্ষেত্র সংক্রান্ত বিষয়গুলো। কূটনৈতিক মহলের তরফে ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে মূলত দুই দেশের সম্পর্ক জোরদার করার প্রয়াসকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- বিহার থেকে গ্রেফতার হল আমেরিকান সেন্টারে হামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গি

.