রাজ্যের মন্ত্রীদের জন্য যোগীর 'কোড অফ কনডাক্ট'

উত্তরপ্রদেশ সরকারের কাজে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী যোগী। কাজে ও ভাবমূর্তিতে স্ফটিক স্বচ্ছতা নিয়ে আসতে সম্প্রতি মন্ত্রীদের জন্য তিনি নিজে হাতে তৈরি করে ফেলেছেন আদর্শ ব্যবহার বিধি বা 'কোড অফ কনডাক্ট', এমনটাই খবর "Zee News" সূত্রে। কিন্তু কী আছে যোগী রচিত এই 'কোড অফ কনডাক্ট'-এ? আসুন জেনে নেওয়া যাক-

Updated By: Apr 18, 2017, 01:48 PM IST
রাজ্যের মন্ত্রীদের জন্য যোগীর 'কোড অফ কনডাক্ট'

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশ সরকারের কাজে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী যোগী। কাজে ও ভাবমূর্তিতে স্ফটিক স্বচ্ছতা নিয়ে আসতে সম্প্রতি মন্ত্রীদের জন্য তিনি নিজে হাতে তৈরি করে ফেলেছেন আদর্শ ব্যবহার বিধি বা 'কোড অফ কনডাক্ট', এমনটাই খবর "Zee News" সূত্রে। কিন্তু কী আছে যোগী রচিত এই 'কোড অফ কনডাক্ট'-এ? আসুন জেনে নেওয়া যাক-

 

  • কোনও মন্ত্রীর কোনও সংস্থার সঙ্গে অংশীদারি থাকলে তা প্রকাশ করতে হবে।
  • মন্ত্রীত্বের শপথ নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির পেশা ও আয়ের উত্‍স কী কী ছিল তাও জানাতে হবে।
  • মন্ত্রীর কোনও আত্মীয়ের যদি সরকারি স্তরে কোনওরকম যোগাযোগ থেকে থাকে তাও জানাতে হবে লিখিতভাবে।
  • মন্ত্রীরা এমন কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না যেখানে মন্ত্রী হিসাবে তাঁর পরিচয় কাজে লাগে।  
  • ৫ হাজার টাকার বেশি দামের কোনও উপহার মন্ত্রীরা গ্রহণ করে থাকলে তা রাজ্য কোষাগারে জমা দিয়ে দিতে হবে।
  • সরকারি কাজে অন্যত্র গেলে মন্ত্রীদের সবসময় সার্কিট হাউসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। (আরও পড়ুন-ভাষা রাজনীতিতে খাসা চাল মোদীর)
.