সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মানহানি ফৌজদারি অপরাধ

বাকস্বাধীনতার অর্থ যা খুশি তাই বলে দেওয়া নয়। আজ আরও একবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতাতেও কিছু নিয়ন্ত্রণের কথা বলা রয়েছে। মানহানি সংক্রান্ত ফৌজদারি মামলার ক্ষেত্রে দেশের সব আদালতকে আরও সচেতন থাকতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মানহানি ফৌজদারি অপরাধ।

Updated By: May 13, 2016, 02:49 PM IST
সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মানহানি ফৌজদারি অপরাধ

ওয়েব ডেস্ক: বাকস্বাধীনতার অর্থ যা খুশি তাই বলে দেওয়া নয়। আজ আরও একবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতাতেও কিছু নিয়ন্ত্রণের কথা বলা রয়েছে। মানহানি সংক্রান্ত ফৌজদারি মামলার ক্ষেত্রে দেশের সব আদালতকে আরও সচেতন থাকতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মানহানি ফৌজদারি অপরাধ।

মানহানি সংক্রান্ত ফৌজদারি আইনে খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, সুব্রহ্মণ্যম স্বামী সহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা। সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মানহানি সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধি পুরোপুরি সংবিধান স্বীকৃত এবং ফৌজদারি অপরাধ। বাক স্বাধীনতা সংক্রান্ত ধারার সঙ্গে তার কোনও সংঘাত নেই। মানহানি সংক্রান্ত ফৌজদারি আইনে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় সর্বোচ্চ সাজা দুবছরের কারাদণ্ড বা আর্থিক জরিমানা অথবা দুটোই হতে পারে।

.