সকালবেলায় ভূমিকম্প হিমাচল প্রদেশে!

ফের ভূমিকম্প। এবার উত্তর ভারতে। ভালো করে বললে হিমাচল প্রদেশে। মঙ্গলবার কাকভোরে ভূমিকম্প গোটা হিমাচল প্রদেশে। বিশেষ করে কেঁপে উঠেছে হিমাচলের মাণ্ডি। ANI-এর খবর অনুযায়ী, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২।

Updated By: Dec 27, 2016, 10:47 AM IST
সকালবেলায় ভূমিকম্প হিমাচল প্রদেশে!

ওয়েব ডেস্ক: ফের ভূমিকম্প। এবার উত্তর ভারতে। ভালো করে বললে হিমাচল প্রদেশে। মঙ্গলবার কাকভোরে ভূমিকম্প গোটা হিমাচল প্রদেশে। বিশেষ করে কেঁপে উঠেছে হিমাচলের মাণ্ডি। ANI-এর খবর অনুযায়ী, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২।

আরও পড়ুন গোয়ায় রানওয়েতে বিমানের চাকা পিছলে বিপত্তি

রোজই প্রায় ভূমিকম্প লেগেই থাকছে যেখানে সেখানে। প্রসঙ্গত, তারিখটাও যে বড় ভূমিকম্প প্রবণ হয়ে গিয়েছে। ২৭ তারিখ ভোর ৩.৫৭ মিনিটে কেঁপে উঠেছে হিমাচল। প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ ডিসেম্বরেই আন্দামানের ভূমিকম্পে এবং সুনামিতে মারা গিয়েছিলেন হাজারো মানুষ। প্রায় সেই একই দিনের ২৪ ঘণ্টার মধ্যে এক যুগ পরে হলেও কেঁপে উঠল হিমাচলের মাটি!

আরও পড়ুন  নোট-কাণ্ডে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিপাকে বহুজন সমাজ পার্টি

.