রোহিঙ্গাদের অনুপ্রবেশ আটকাতে সীমান্তে নজরদারি জোরদার করল কেন্দ্র

Updated By: Oct 12, 2017, 11:08 PM IST
রোহিঙ্গাদের অনুপ্রবেশ আটকাতে সীমান্তে নজরদারি জোরদার করল কেন্দ্র

ওয়েব ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে সমালোচনা সত্ত্বেও কড়া অবস্থানে বদল ঘটাচ্ছে না কেন্দ্রীয় সরকার। বরং সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকাতে নিরাপত্তাবাহিনীকে নজরদারি বাড়াতে নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।  

ইন্দো-বাংলাদেশ সীমান্তের ৪,০৯৬ কিলোমিটার এলাকা বিএসএফ-এর নজরদারি আওতায়। অসম রাইফেলস নজরদারি চালায় ইন্দো-মায়ানমার সীমান্তের ১,৬৪৩ কিলোমিটার। দুই বাহিনীকেই সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি নজরদারি জোরদার করার নির্দেশও দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ আটকাতে হবে। 

সুপ্রিম কোর্টে সম্প্রতি হলফনামা দিয়ে কেন্দ্র সরকার জানিয়েছে, রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তাদের সঙ্গে আইএস ও আইএসআই-এর যোগ রয়েছে। বর্তমানে এদেশে রয়েছে ৪০,০০০ হাজার রোহিঙ্গা। তাদের শীঘ্রই দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্র। 

আরও পড়ুন, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠালো কেন্দ্রীয় সরকার

.