লোকসভায় আজ পেশ জিএসটি বিল , ১৮০ ডিগ্রি ঘুরে সমর্থন তৃণমূলের

Updated By: May 5, 2015, 01:35 PM IST
লোকসভায় আজ পেশ জিএসটি বিল , ১৮০ ডিগ্রি ঘুরে সমর্থন তৃণমূলের

বিমা, কয়লার পর এবার GST। আর্থিক সংস্কারের আরেকটি বিলে তৃণমূলের সমর্থন পেতে চলেছে মোদী সরকার। লোকসভায় আজ পেশ হচ্ছে পণ্য পরিষেবা আইনের খসড়া বিল। গত ২৬ এপ্রিল বিলটি যখন প্রথম লোকসভায় পেশ হয়েছিল, তখন কংগ্রেস ও তৃণমূল সহ অধিকাংশ বিরোধী দল ওয়াক আউট করে। কিন্তু তারপর পরিস্থিতি বদলেছে। তৃণমূলের দাবি, GST সমর্থনের কথা তাদের নির্বাচনী ইশতাহারেই রয়েছে। কংগ্রেস, বাম সহ অধিকাংশ বিরোধী দল অবশ্য বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোরই পক্ষপাতী।  

কয়েকদিন আগেই GST বিলে তীব্র আপত্তি ছিল তৃণমূলের। হঠাত্‍ কেন সমর্থন? তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের দাবি, এর পিছনে কোনও রাজনীতি নেই। তিনি বলেন, রাজ্যের আপত্তি জায়গাগুলি দূর করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। তাই মত বদল করেছে তৃণমূল। তবে জমি বিলকে কোনওভাবেই তৃণমূল সমর্থন করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

 

.