সাড়ম্বরে পথ চলা শুরু জিএসটির

এক দেশ, এক কর। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল জিএসটির পথচলা। মধ্যরাতে জিএসটি ব্যবস্থাকে স্বাগত জানাতে আজ সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ মন্ত্রিসভা ও বিভিন্ন রাজনৈনিক দলের হেভিওয়েটরা। রাত সাড়ে এগারোটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। তারপরেই সংক্ষিপ্ত স্বাগত ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য এই অনুষ্ঠানে জিএসটির উপর নির্মিত মিনিট পাঁচেকের একটি ছবিও প্রদর্শিত হয় যা মূলত 'প্রেজেন্টেশন' ধর্মী। (আরও পড়ুন- জিএসটিতে মূল্যের হ্রাস-বৃদ্ধি নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা)

Updated By: Jul 1, 2017, 12:32 AM IST
সাড়ম্বরে পথ চলা শুরু জিএসটির

ওয়েব ডেস্ক: এক দেশ, এক কর। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল জিএসটির পথচলা। মধ্যরাতে জিএসটি ব্যবস্থাকে স্বাগত জানাতে আজ সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ মন্ত্রিসভা ও বিভিন্ন রাজনৈনিক দলের হেভিওয়েটরা। রাত সাড়ে এগারোটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। তারপরেই সংক্ষিপ্ত স্বাগত ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য এই অনুষ্ঠানে জিএসটির উপর নির্মিত মিনিট পাঁচেকের একটি ছবিও প্রদর্শিত হয় যা মূলত 'প্রেজেন্টেশন' ধর্মী। (আরও পড়ুন- জিএসটিতে মূল্যের হ্রাস-বৃদ্ধি নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা)

.