হত্যালীলা চালিয়ে কি পাকিস্তানে ফিরে যাওয়ার প্ল্যান ছিল আজমল কসাভদের?

আত্মঘাতী হামলা, নাকি হত্যালীলা চালিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার প্ল্যান ছিল আজমল কসাভদের? ডেভিড কোলম্যান হেডলির সাক্ষ্য শোনার পর এখন এমন সন্দেহ উঁকি দিচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ভাবনায়। শুনানি চলাকালীন হেডলিকে ছত্রপতি শিবাজি টার্মিনাসের ছবি দেখানো হয়। হেডলি জানায়, সে ছত্রপতি শিবাজি টার্মিনাসের ভিডিওগ্রাফি করে টার্গেট হিসেবে নয়, জঙ্গিদের পালানোর পথ হিসেবে। যদিও, মার্কিন আদালতে হেডলি যে বয়ান দিয়েছিল তার সঙ্গে এই বয়ানের মিল নেই। সেখানে হেডলি বলে, জঙ্গিরা সমুদ্রপথে ভারতে ঢুকে আমৃত্যু লড়াই চালাবে, লস্করের তরফে তাকে নাকি এমনটাই জানানো হয়।

Updated By: Feb 10, 2016, 06:43 PM IST
হত্যালীলা চালিয়ে  কি পাকিস্তানে ফিরে যাওয়ার প্ল্যান ছিল আজমল কসাভদের?

ওয়েব ডেস্ক: আত্মঘাতী হামলা, নাকি হত্যালীলা চালিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার প্ল্যান ছিল আজমল কসাভদের? ডেভিড কোলম্যান হেডলির সাক্ষ্য শোনার পর এখন এমন সন্দেহ উঁকি দিচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ভাবনায়। শুনানি চলাকালীন হেডলিকে ছত্রপতি শিবাজি টার্মিনাসের ছবি দেখানো হয়। হেডলি জানায়, সে ছত্রপতি শিবাজি টার্মিনাসের ভিডিওগ্রাফি করে টার্গেট হিসেবে নয়, জঙ্গিদের পালানোর পথ হিসেবে। যদিও, মার্কিন আদালতে হেডলি যে বয়ান দিয়েছিল তার সঙ্গে এই বয়ানের মিল নেই। সেখানে হেডলি বলে, জঙ্গিরা সমুদ্রপথে ভারতে ঢুকে আমৃত্যু লড়াই চালাবে, লস্করের তরফে তাকে নাকি এমনটাই জানানো হয়।

.