আপকে 'ডাউন' করতে আদাজল খেয়ে ময়দানে বহিষ্কৃত আপ মন্ত্রী কপিল মিশ্র

আপের ঘরোয়া কোন্দলে তোলপাড় জাতীয় রাজনীতি। কেজরিওয়ালকে সরাতে আদাজল খেয়ে নেমে পড়েছেন বহিষ্কৃত আপ মন্ত্রী কপিল মিশ্র। দুর্নীতি দমন শাখার পর এবার সিবিআইয়ের দ্বারস্থ কপিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তিনটি অভিযোগ দায়ের করেছেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছাড়াও আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কপিল। এছাড়াও দলীয় তহবিল তছরুপ করে ৫ আপ নেতা-মন্ত্রীর বিদেশ সফর নিয়ে অভিযোগ দায়ের করেছেন কপিল মিশ্র।

Updated By: May 9, 2017, 10:14 PM IST
আপকে 'ডাউন' করতে আদাজল খেয়ে ময়দানে বহিষ্কৃত আপ মন্ত্রী কপিল মিশ্র

ওয়েব ডেস্ক: আপের ঘরোয়া কোন্দলে তোলপাড় জাতীয় রাজনীতি। কেজরিওয়ালকে সরাতে আদাজল খেয়ে নেমে পড়েছেন বহিষ্কৃত আপ মন্ত্রী কপিল মিশ্র। দুর্নীতি দমন শাখার পর এবার সিবিআইয়ের দ্বারস্থ কপিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তিনটি অভিযোগ দায়ের করেছেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছাড়াও আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কপিল। এছাড়াও দলীয় তহবিল তছরুপ করে ৫ আপ নেতা-মন্ত্রীর বিদেশ সফর নিয়ে অভিযোগ দায়ের করেছেন কপিল মিশ্র।

তাঁর হুশিয়ারি, বিদেশ সফর নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে না আনা হলে, অনশনে বসবেন তিনি। আপের ঘরোয়া যুদ্ধে ফায়দা তুলতে পুরোদস্তুর নেমে পড়েছে বিরোধীরা। আজ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে হয় পুলিসকে। (আরও পড়ুন- আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট অটুট রাখার বার্তা অখিলেশের)

.