প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে বন্যাত্রাণে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী

Updated By: Aug 12, 2015, 11:31 PM IST
প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে বন্যাত্রাণে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী

উত্তাল পার্লামেন্ট।  কংগ্রেস-বিজেপির তরজায় উত্তাল দিল্লির রাজনীতি। এর মধ্যেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বন্যা দুর্গত রাজ্যের জন্য সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী। তবে এখনই কোনও সাহায্যের প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী মোদী। জানিয়েছেন, ভেবে দেখবেন !

সাত নম্বর রেস কোর্সে প্রধানমন্ত্রীর বাস ভবনে প্রায় আধ ঘণ্টার বৈঠক। কেন্দ্রের থেকে  বন্যা বিধ্বস্ত রাজ্যের  জন্য একুশ হাজার কোটি টাকা চাইলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠক ডাকার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আগাগোড়াই জোর দিলেন রাজ্যের দাবি দাওয়া আদায় নিয়ে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন। আর সেখানে বড়  চমক। হঠাত্ হাজির দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এর পর দিল্লির মুখ্যমন্ত্রীকে  পাশে বসিয়েই চলল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক।
---
অল্প সময়ের ফারাকে একবার তিনি মোদীর কাছে। আর একবার তার পাশে কেজরিওয়াল।  বুধবারও রাজধানীর রাজনীতিতে  ব্যাল্যান্স বজায় রাখলেন কৌশলী মমতা।

 

.