কোহলির স্বচ্ছতার বিরাট প্রশংসায় মোদী

ইডেনের পর ইন্দোর। স্বচ্ছ ভারত অভিযানে বিরাট কোহলির ফর্ম একইরকম। শনিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেও কোহলি মাঠ পরিষ্কারের দিকে নজর রাখলেন। প্র্যাকটিশ শেষে ক্রিকেটাররা জলের বোতল খেয়ে মাঠের ধারে ফেলে দেন। কোহলির নজর এড়ায়নি। দেখা গেল সেই বোতলগুলিই কুড়িয়ে ডাস্টবিনে ফেলছেন ভারত অধিনায়ক৷ তা দেখে ছুটে আসেন ম্যাচের এক আয়োজক৷ বেশ বিব্রত হয়ে কোহলিকে সেই কর্মকর্তা প্রশ্ন করেন, ''কেন তিনি কষ্ট করে মাঠ পরিষ্কারের কাজ করছেন? কাজটি তাঁরা করে নেবেন৷'' কোহলি জবাব দেন, ''এটুকু কাজ করাই যায়৷'' নিজে হাতেই সব বোতলগুলো নির্দিষ্ট জায়গা ফেলেই মাঠ ছাড়েন কোহলি।

Updated By: Oct 8, 2016, 12:16 PM IST
কোহলির স্বচ্ছতার বিরাট প্রশংসায় মোদী

ওয়েব ডেস্ক: ইডেনের পর ইন্দোর। স্বচ্ছ ভারত অভিযানে বিরাট কোহলির ফর্ম একইরকম। শনিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেও কোহলি মাঠ পরিষ্কারের দিকে নজর রাখলেন। প্র্যাকটিশ শেষে ক্রিকেটাররা জলের বোতল খেয়ে মাঠের ধারে ফেলে দেন। কোহলির নজর এড়ায়নি। দেখা গেল সেই বোতলগুলিই কুড়িয়ে ডাস্টবিনে ফেলছেন ভারত অধিনায়ক৷ তা দেখে ছুটে আসেন ম্যাচের এক আয়োজক৷ বেশ বিব্রত হয়ে কোহলিকে সেই কর্মকর্তা প্রশ্ন করেন, ''কেন তিনি কষ্ট করে মাঠ পরিষ্কারের কাজ করছেন? কাজটি তাঁরা করে নেবেন৷'' কোহলি জবাব দেন, ''এটুকু কাজ করাই যায়৷'' নিজে হাতেই সব বোতলগুলো নির্দিষ্ট জায়গা ফেলেই মাঠ ছাড়েন কোহলি।

আরও পড়ুন- খেলার সব খবর

ইডেন টেস্টেও স্বচ্ছ্ব ভারত অভিযানে নামতে দেখা গিয়েছিল বিরাট কোহলি সহ ভারতীয় দলের ক্রিকেটারদের। ম্যাচ শেষে ইডেনে ঝাঁটা হাতে স্টেডিয়াম পরিষ্কার করতে নেমেচিলেন। আসলে বোর্ড চাইছে স্বচ্ছ্ব ভারত অভিযানে অংশ নিতে।

 

এদিকে, নরেন্দ্র মোদী টুইট করে বিরাটকে ধন্যবাদ জানালেন। প্রধানমন্ত্রী লিখলেন, টিবিতে তোমার স্বচ্ছতা অভিযান দেখলাম বিরাট৷ সত্য়ি দারুণ উদ্যোগ৷ তোমার এই কাজ সবাইকে অনুপ্রাণিত করবে৷ কোহলি সেই টুইটের জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

কোহলি মাঠের বাইরে ফিটনেসের পাশাপাশি খুব পরিষ্কার থাকতে পছন্দ করেন। সতীর্থ ক্রিকেটারদের বারবার পরামর্শ দেন ভাল খেলোয়াড় হতে হলে স্বচ্ছ থাকা খুব প্রয়োজন।

.