কেরলে প্রবেশ করল বর্ষা

শুক্রবার কেরলে প্রবেশ করল বর্ষা। কেরলজুড়েই এখন ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রভাবে তামিলনাড়ু ও দক্ষিণ কর্ণাটকেও দিনভর বৃষ্টি হচ্ছে।

Updated By: Jun 5, 2015, 08:18 PM IST
 কেরলে প্রবেশ করল বর্ষা

ওয়েব ডেস্ক: শুক্রবার কেরলে প্রবেশ করল বর্ষা। কেরলজুড়েই এখন ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রভাবে তামিলনাড়ু ও দক্ষিণ কর্ণাটকেও দিনভর বৃষ্টি হচ্ছে।

বস্তুত গত দু'দিন ধরেই কেরল সহ দক্ষিণের রাজ্যগুলিতে ভালই বৃষ্টি হচ্ছে। দু'দিন ২.৫ মিমি বৃষ্টির পরেই ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট দেশে বর্ষার চারমাসের যাত্রার উপর শীলমোহর দিল।

তিরুবন্তপুরম ও কোল্লামে আজ সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ভারতে বর্ষা ঢুকতে ঢুকতে জুনের শেষ সপ্তাহ হবে।

প্রাক বর্ষার আবেস ছুঁয়ে গেছে এ রাজ্যকেও। আজ কলকাতার সঙ্গেই বৃষ্টি হয়েছে রাজ্যের অন্য কয়েকটি জেলাতেও।
 
প্রাথমিকভাবে আবহাওয়া দফতর জানিয়েছিল ৩০মে-এর মধ্যে বর্ষা ঢুকে পরবে। পরে অবশ্য জানানো হয় বর্ষা আসতে ৫জুন হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এল নিনোর খামখেয়ালিপনাই বর্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

.