নব উদ্যমে মদ বিক্রি শুরু ঝাড়খণ্ডে

Updated By: Aug 1, 2017, 06:15 PM IST
নব উদ্যমে মদ বিক্রি শুরু ঝাড়খণ্ডে

ওয়েব ডেস্ক: নতুন উদ্যমে মদ বিক্রিতে নামল ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড স্টেট বেভারেজ কর্পোরেশন লিঃ (জেএসবিসিএল)-এর তত্ত্বাবধানে আজ অর্থাত্ ১লা অগস্ট থেকে রাজ্য জুড়ে ২১০টি দোকানের মাধ্যমে মদ বিক্রি শুরু করার নির্দেশ দিয়েছে সেরাজ্যের সরকার। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শাসিত ঝাড়খণ্ডের রঘুবর দাস সরকার। সরকারের অনুমান বর্তমান ব্যবস্থায় ৮০০ কোটি টাকার রাজস্ব এই নতুন উদ্যোগের ফলে ১,৫০০ কোটিতে পৌঁছবে। পাশাপাশি মদ বিক্রির অনুমোদিত দোকানের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকবে।

উল্লেখ্য, শুধু নব উদ্যমে মদ বিক্রি শুরু করাই নয়, গ্রাম ও মফঃস্বল এলাকার ভিত্তিতে মদের দোকানগুলির বিক্রির সময়ও বেঁধে দেওয়া হয়েছে। মফঃস্বল এলাকায় বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং গ্রামাঞ্চলে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এর সঙ্গে এও জানানো হয়েছে যে, একজন ক্রেতা ৩ লিটার মদ (অ্যালকোহল) এবং ৫.২ লিটার বিয়ার কিনতে পারবেন। প্রসঙ্গত, রাজ্য জুড়ে গতকাল পর্যন্ত যে ১,৪০০ অনুমোদীত দোকাল মদ বিক্রি করত সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। নতুনভাবে নিলাম করে এই পর্যায়ে ২১০টি দোকান বেছে নেওয়া হয়েছে।

.