এবার রেল, বাস ও মেট্রোয় পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারের সময় কমল

নোট বাতিলের ধাক্কায় গোটা দেশজুড়ে যখন পক্ষে ও বিপক্ষে চলছে সওয়াল-জবাব, তখন নতুন এই ঘোষণায় আবার তৈরি হল বিভ্রান্তি। কারণ ফের সময়সীমায় বদল আনা হল। এবার ১০ ডিসেম্বরের পর রেল, বাস বা মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে ব্যাবহার করা যাবে না পুরনো ৫০০ টাকার নোট।

Updated By: Dec 8, 2016, 05:11 PM IST
এবার রেল, বাস ও মেট্রোয় পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারের সময় কমল

ওয়েব ডেস্ক : নোট বাতিলের ধাক্কায় গোটা দেশজুড়ে যখন পক্ষে ও বিপক্ষে চলছে সওয়াল-জবাব, তখন নতুন এই ঘোষণায় আবার তৈরি হল বিভ্রান্তি। কারণ ফের সময়সীমায় বদল আনা হল। এবার ১০ ডিসেম্বরের পর রেল, বাস বা মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে ব্যাবহার করা যাবে না পুরনো ৫০০ টাকার নোট।

আরও পড়ুন- কালো টাকা উদ্ধারে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় হানা ED-র

এর আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরানো ৫০০ টাকার নোট ব্যবহার করে রেল, বাস বা মেট্রোর টিকিট কাটা যাবে বলে ঘোষণা করেছিল সরকার। তবে ব্যাঙ্কে পুরানো নোট বদলের সময়সীমায় কোনও বদল আনা হয়নি।

এর আগে ৩ ডিসেম্বর থেকে রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে প্লেনের কাউন্টারেও পুরনো নোটের ব্যবহার।

.