সন্দেহজনক লঙ্কেশ ঘাতকের ছবি প্রকাশ পুলিসের

Updated By: Oct 17, 2017, 09:17 PM IST
সন্দেহজনক লঙ্কেশ ঘাতকের ছবি প্রকাশ পুলিসের

নিজস্ব প্রতিবেদন: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহজনক এক যুবকের ছবি বড় করে ছাপাল পুলিস। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবির ভিত্তিতে বিদেশের ফরেন্সিক বিশেষজ্ঞদের সহায়তায় বাইক সওয়ারি ওই যুবকের ছবিটি বড় আকারে পাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিশেষ তদন্তকারী দলের (সিট) এক অফিসার। মনে করা হচ্ছে, ঘটনার আগে একবার ওই এলাকায় এসে রেইকি সেরে যায় দুষ্কৃতীরা। কিন্তু সিসিটিভিতে ধরা পড়া সন্দেহজনক ওই যুবকের মাথায় হেলমেট থাকায় তার মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এর আগে লঙ্কেশ হত্যার তদন্তে নিযুক্ত সিট প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে ইতিমধ্যেই দুই সন্দেহজনক ব্যক্তির তিনটি স্কেচ আঁকিয়েছে।

৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে আততায়ীর ছোড়া গুলিতে মৃত্যু হয় সাংবাদিক গৌরী লঙ্কেশের। 'বাম মনস্ক' হিসাবে সুপরিচিত এই সাংবাদিকের মৃত্যুর পর দোষীদের শাস্তি চেয়ে দেশ জুড়ে প্রতিবাদ ওঠে। কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার এই ঘটনার তদন্তে ইনস্পেক্টর জেনারেল বি কে সিং-এর নেতৃত্বে  ২১ সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে।

.