উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের শেষবেলায় নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটপ্রচারে নরেন্দ্র মোদী

বারাণসীতে মোদী ঝড়। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের শেষবেলায় নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটপ্রচারে নরেন্দ্র মোদী। মন্দির শহরে জমজমাট রোডশো। মন্দিরে পুজো তো ছিলই। জৌনপুরের জনসভায় ঘরে মাঠে অ্যাটাকিং মেজাজে নরেন্দ্র মোদী। তীক্ষ্ণ কটাক্ষে বার বার বিঁধলেন বিরোধীদের।

Updated By: Mar 4, 2017, 07:08 PM IST
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের শেষবেলায় নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটপ্রচারে নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: বারাণসীতে মোদী ঝড়। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের শেষবেলায় নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটপ্রচারে নরেন্দ্র মোদী। মন্দির শহরে জমজমাট রোডশো। মন্দিরে পুজো তো ছিলই। জৌনপুরের জনসভায় ঘরে মাঠে অ্যাটাকিং মেজাজে নরেন্দ্র মোদী। তীক্ষ্ণ কটাক্ষে বার বার বিঁধলেন বিরোধীদের।

উত্তরপ্রদেশ। বিজেপির প্রেস্টিজ ফাইট। আরও একবার মোদী ম্যাজিকের অপেক্ষায় গেরুয়া শিবির। শুরু থেকেই ময়দানে স্টার ক্যাম্পেনার, নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ জুড়ে প্রচারে ঝড় তুলেছেন মোদী। তবে এই প্রথম বারাণসীতে।

নিজের কেন্দ্রের চেনা পিচ। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং মোদীর। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে শুরু হয় রোডশো। রাজপথ হোক বা বারাণসীর ট্রেডমার্ক সরু গলি। দুধারে উপচে পড়া জনস্রোত। আশপাশের বাড়ির বারান্দায়, ছাদে উত্‍সুক মুখের সারি। হুডখোলা গাড়িতে সওয়ার মোদীকে দেখতে উন্মাদনা তুঙ্গে।

প্রথমে স্টপ কাশী বিশ্বনাথ মন্দির। পুজো দেন প্রধানমন্ত্রী। আরতিও করেন। লোকসভা নির্বাচনে জয়ের পরও কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী। তবে সেবার না গেলেও, এবার ভোটপ্রচারে এসে কাল ভৈরব মন্দির দর্শনেও যান প্রধানমন্ত্রী।

তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত গানের পোস্টার রিলিজ হল

দেবদর্শনের পরই লড়াইয়ের ময়দান। জৌনপুরে নরেন্দ্র মোদীর সভা ছিল কানায় কানায় ভরা। জনতার উত্‍সাহ সামাল দিতে মাঝে মাঝেই ভাষণ থামাতে হয় প্রধানমন্ত্রীকে।

শুরু থেকেই মোদীর টার্গেট সপা-বসপা জোট। সার্জিকাল স্ট্রাইক নিয়ে রাজনীতি থেকে নোটবন্দি, অনুন্নয়ন, একের পর এক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মোদী।

শনিবার মন্দির শহর বারাণসী মোদী ময়। কিন্তু সেই ম্যাজিকের প্রতিফলন কী EVM-এ হবে? উত্তর মিলবে ১১ই মার্চ।

.