পঞ্জাবে শেষ দিনের প্রচারে ঝোড়ো ব্যাটিং রাহুল গান্ধীর

জনসভা তো আছেই। পঞ্জাবে প্রচারের শেষ দিনে চৌপাল-লঙ্গর কিছুই বাদ দিলেন না রাহুল গান্ধী। মাদক আর দুর্নীতি ইস্যুতে অকালি-বিজেপি সরকারকে বিঁধলেন। বিচ্ছিন্নতাবাদে মদতের অভিযোগে কাঠগড়ায়  তুললেন আপ-কে। প্রায় সব জনমত সমীক্ষায় পঞ্জাবে কংগ্রেস এগিয়ে থাকায় রাহুলের বাড়তি উত্‍সাহ দেখছে রাজনৈতিক মহল।

Updated By: Feb 2, 2017, 11:11 PM IST
পঞ্জাবে শেষ দিনের প্রচারে ঝোড়ো ব্যাটিং রাহুল গান্ধীর

ওয়েব ডেস্ক: জনসভা তো আছেই। পঞ্জাবে প্রচারের শেষ দিনে চৌপাল-লঙ্গর কিছুই বাদ দিলেন না রাহুল গান্ধী। মাদক আর দুর্নীতি ইস্যুতে অকালি-বিজেপি সরকারকে বিঁধলেন। বিচ্ছিন্নতাবাদে মদতের অভিযোগে কাঠগড়ায়  তুললেন আপ-কে। প্রায় সব জনমত সমীক্ষায় পঞ্জাবে কংগ্রেস এগিয়ে থাকায় রাহুলের বাড়তি উত্‍সাহ দেখছে রাজনৈতিক মহল।

খাটিয়ায় বসে কৃষকদের কথা শুনলেন। প্রতিশ্রুতি দিলেন ক্ষমতায় এলে তাঁদের সমস্যার সমাধান করবেন। বললেন ঋণ মকুবের কথাও। মাটিতে পাত পেড়ে লঙ্গর। দুপুরের খাওয়াটাও সেখানেই সেরে নিলেন রাহুল। প্রচারের শেষ দিনে পঞ্জাব চষে বেড়ালেন রাহুল গান্ধী।

আরও পড়ুন- রাজ্যসভায় মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ডেরেকের

শনিবার পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনে ভোট। অকালি-বিজেপি জোটের সঙ্গে কংগ্রেসের লড়াই। ময়দানে রয়েছে আপ-ও। ভোটের আগে বিভিন্ন জনমত সমীক্ষা বলছে এ বার পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস।

মাদকের রমরমা কারবার। কৃষকদের দুরবস্থা। বাদল পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, পঞ্জাবে এ বার অকালি-বিজেপি জোটের ভরাডুবি হতে পারে। অবস্থা এত খারাপ
যে প্রধানমন্ত্রীও শুরুতে পঞ্জাবে প্রচারে যেতে নিমরাজি ছিলেন বলে খবর। পরিস্থিতি দেখে আশাবাদী কংগ্রেস। পঞ্জাবের উর্বর জমিতে শেষ বেলায় ঝড় তোলার চেষ্টা করলেন রাহুল গান্ধী। প্রচারের শেষ দিনে দিলেন পাঁচ প্রতিশ্রুতি।

১. মাসের মধ্যে মাদক সমস্যা দূর করবেন। মাদক কারবারিদের জেলে পাঠাবেন।

২ মাসের মধ্যে যাঁদের জমি নেই তাঁদের হাতে তুলে দেবেন পঞ্চায়েতের
জমি।

৩. মাসের মধ্যে রাজ্য সরকারের সব শূন্য পদে নিয়োগ করা হবে।

৪. মাসের মধ্যে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু হবে।

৫. ফিরিয়ে আনবেন পঞ্জাবিয়ত, পঞ্জাবের সংস্কৃতি।  

ক্ষমতায় এলে কংগ্রেস সরকার পঞ্জাবের জন্য দ্রুত এ সব কাজ সেরে ফেলবে বলে প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সহ সভাপতি। বাদল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার অভিযোগে তিনি কাঠগড়ায় তুললেন আপ-কে।

আরও পড়ুন- বাজেট থেকে কীভাবে লাভের অঙ্ক ঘরে তুলবেন আপনি?

পাছে পঞ্জাবের প্রতিষ্ঠানবিরোধী ভোট কেজরিওয়ালের ঝুলিতে গিয়ে কংগ্রেসের যাত্রাভঙ্গ করে, সেই আশঙ্কাতেই প্রচারের শেষ দিন রাহুল আপের বিরুদ্ধে গলা চড়ালেন বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার পঞ্জাবের সঙ্গে গোয়াতেও বিধানসভা নির্বাচন। মণিপুরে প্রথম দফার ভোট।

.