বুলেট ট্রেন পেল দেশ, এফডিআই নিয়ে জোর জল্পনা, রেকর্ড উচ্চতায় পৌছল শেয়ার বাজার LIVE UPDATE

আজ সংসদে রেলবাজেট পেশ করবেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। এটাই মোদী সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে গুরুত্ব পেতে পারে দ্রুত গতির বুলেট ট্রেন। রেলের আয় বাড়াতে জোর দেওয়া হতে পারে পিপিপি মডেল ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে।

Updated By: Jul 8, 2014, 01:12 PM IST

RAIL BUDGET TIME LINE

১টা ১৩: বেঙ্গালুরুতে লোকাল ট্রেন চালানোর প্রকল্প।

১টা ১০: বন্দর গুলির মধ্যে রেল যোগাযোগ। ৫ বছরের মধ্যে কাগজের ব্যবহার বন্ধ করা হবে। মুম্বইয়ের জন্য অতিরিক্ত ই এম ইউ।

১টা ১১: যাত্রীদের জন্য এস এম এস পরিষেবা চালু করা হবে।

১টা ০৮: ২৯টি নতুন রেল প্রকল্পের ঘোষণা। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য বরাদ্ধ। বরাদ্ধ করা হত ২০, ৬৮০ কোটি টাকা।

১টা : পিপিপি মডেলে রেল স্টেশন ও রেল কার্যালয়ের ছাদগুলিতে সোলার সিস্টেম চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

১২টা ৫৯: ইঞ্জিনারিয়ের স্নাতক স্তরে পাঠরত ছাত্রদের ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে রেলের বিভিন্ন বিভাগে।

১২টা ৫৫: এখনও ১,৭৮০ কোটি লেবেল ক্রসিংয়ে এখনও কোনও রেলকর্মী নেই। সমস্যা মেটানোর ভাবনা চলছে।

১২টা ৫২: প্রত্যেকটি A1 স্টেশনকে WiFi য়ের আওতায় আনার ভাবনা।

১২টা ৪৯: ট্রেনের গতি ১৬০ থেকে ২০০ করার ভাবনা রেলের। বেশকিছু ক্ষেত্রে এই পরিষেবা চালু করার পরিকল্পনা।

১২টা ৪৮: রেল সুরক্ষা বলে ৪০০০০ মহিলাকে নিয়োগ করা হবে।

১২টা ৪৭: রেলওয়ে বিশ্ববিদ্যালয় তৈরি করার পরিকল্পনা হচ্ছে। টেকনিকাল ও নন টেকনিকল বিষয় পাড়ানো হবে ওই বিশ্ববিদ্যালয়ে।

১২টা ৪৬: আমি বুলেট ট্রেন প্রকল্প ঘোষণা করছি। মুম্বই- আহমেদাবাদের মধ্যে দেশের প্রথম বুলেট টেন চালানোর জন্য প্রকল্প পরিকল্পনা করা হয়েছে।

১২টা ৪৫: মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করার পরিষেবা চালু হতে চেলেছে। সেই সঙ্গে টিকিট বুক করা যাবে ডাকঘর থেকেও।

১২টা ৪৪: রেলের কামরায় বায়ো টেয়লেট পরিষেবা চালু করার পরিকল্পনা।

১২টা ৪৩: রেলে যে সমস্ত হকাররা খারাপ খাবার বিক্রি করেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

১২টা ৪২: রেল স্টেশনের পরিচ্ছ্বন্নতার ওপর নজর রাখতে সি সি টি ভি ক্যামেরার ব্যবস্থা করা হবে।

১২টা ৪১: ট্রেনে থাকবে RO পানিয় জলের ব্যবস্থা।

১২টা ৪০: রেডি টু ইট খাদ্য পরিষেবা চালু করার পরিকল্পনা রেলের।

১২টা ৩৯: প্রত্যেকটি রেল স্টেশনে ব্যাটারি চালিত গাড়ি রাখতে চায় রেল। তাতে সুবিধা হবে বয়স্ক যাত্রীদের।

১২টা ৩৮: ৫০ টি বড় রেল স্টেশনের পরিচ্ছ্বন্নতার দায়িত্ব বাইরের সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত।

১২টা ৩৫: ২০১৩-২০১৪ র Gross traffic receipts ছিল ১২, ৩৫, ৫৫৮ কোটি। অপারেটিং রেশিও ছিল ৯৪%।

১২টা ৩৩: পিপিপি মডেলে রেলের উন্নয়ণ ঘটাতে হবে।

১২টা ৩০: রেলের আয় কমেছে। আয় বাড়ানোর কোনও প্রচেষ্ঠা হয়নি।

১২টা ২৮: আগামী ১০ বছরের জন্য রেলের অতিরিক্ত ৫০ হাজার কোটি বিনিয়োগ প্রয়োজন।

১২টা ২৭: রেলে বিদেশী বিনিয়োগে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র প্রয়োজন। বললেন রেলমন্ত্রী

১২টা ২৪:প্রচুর প্রকল্প এখনও ঝুলে রয়েছে। গত ১০ বছরে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে।

১২টা ২২: দেশের সবথেকে বৃহত্তম পরিবহণ হল ভারতীয় রেল।

১২টা ১৯: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে দায়িত্ব যে দায়িত্ব দিয়েছেন, তাতে আমি খুশি। আমার ওপর বিশ্বাস রেখেছেন। আশা করি আমি কথা রাখতে পারব।

১২টা ১৭: দেশের প্রতি প্রন্তকে যুক্ত করে রেল। বিশ্বে এক নম্বর হওয়া আমাদের লক্ষ্য।

১২টা ১৪: আমার কাছে নতুন ট্রেন চালু করার অনেক অনুরোধ এসেছিল। অনেক সাংসদ ও সাধারণ মানুষ, সবাই চান উন্নয়ন।

১১২:২০-সামাজিক ও বাণিজ্যিক বাধা কাটিয়ে সাম্য বজায় রাখতে হবে বাজেটে। এমন ৪০টি প্রকল্প রয়েছে যা ৩০ বছরের পুরনো কিন্তু এখনো কাজ সম্পূর্ণ হয়নি। রেল পরিষেবা সুষ্ঠ ভাবে চালাতে গেলে আমাদের সম্পদ বাড়াতে হবে। এখন আয়ের ৯৪% খরচা হয়, মাত্র ৬% লাভ থাকে।

১২টা ১৪: আমার কাছে নতুন ট্রেন চালু করার অনেক অনুরোধ এসেছিল। "আমি বিশ্বাস করি জ্ঞানের বইয়ের প্রথম বিষয় সততা,"-সদানন্দ গৌড়া।আমাদের লক্ষ্য বিশ্বের বৃহত্তম ফ্রেট ক্যারিয়ারের।

১২টা ১১: রেলবাজেট পেশ করছেন সদানন্দ গৌড়া।

১১টা ৪৩: বাজেটের আগেই রেলভাড়া বৃদ্ধি করে এরা আগেই একটা উপহার দিয়ে দিয়েছে। বললেন প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসল।

১১টা ৩৩: আমরা আজ যদি বুলেট ট্রেনে চালানোর প্রক্রিয়া শুরু করি, সে ট্রেন চালাতে ৫ থেকে ৭ বছর লেগে যাবে। বললেন তিলক শেঠ, সি আই আই।

১১টা ২০: সংসদ ভবনে পৌছলেন রেলমন্ত্রী।

১১টা ০১: অধ্যক্ষ আলোচনার অনুমতি দিলে রেলবাজেট পেশে বিঘ্ন ঘটানোর ইচ্ছা নেই কংগ্রেসের।

১১টা: প্রতিমন্ত্রী মনোজ সিনহাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে রওনা দিলেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া।

১০টা ৫৪: এই রেললাইনে বুলেট ট্রেন চালানো কার্যত অসম্ভব। বলেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।

১০টা ৫২: প্রথম রেল বাজেট পেশ করতে যাচ্ছেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী চাইছেন মহিলাদের নিরাপত্তা ও পরিচ্ছ্বন্নতার দিকে বিশেষ নজর থাকুক রেল বাজেটে।

১০টা ৫১: বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বাজেট অধিবেশনে সমস্ত ইস্যুতে আলোচনায় প্রস্তুত তাঁরা। জানালেন প্রকাশ জাভরেকর।

১০টা ৫০ :"" রেল জার্সি গরুর সমান, রাজনৈতিক নেতারা এটা বুঝতে চান না'': দীনেশ ত্রিবেদী

-------------------------------------------------

আজ সংসদে রেলবাজেট পেশ করবেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। এটাই মোদী সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে গুরুত্ব পেতে পারে দ্রুত গতির বুলেট ট্রেন। রেলের আয় বাড়াতে জোর দেওয়া হতে পারে পিপিপি মডেল ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে।

আজ রেল বাজেটে যাত্রী সুরক্ষায় কতটা জোর দেবেন রেলমন্ত্রী ? আর্থিক মন্দা কাটাতে পিপিএফ , এফডিআইয়ে জোর। কতটা লাভবান হবে বাংলা?
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রেলবাজেট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এটাই মোদী সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে ডিজেল চালিত ট্রেনের পরিবর্তে সৌরবিদ্যুত চালিত ট্রেনের ওপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

জোর দেওয়া হতে পারে দ্রুতগতির বুলেট ট্রেন চালানোর ওপরও। অর্থাভাবে ধুঁকতে থাকা রেলের আয় বাড়াতে জোর দেওয়া হতে পারে পিপিপি মডেল ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ওপর। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পাঁচ হাজার মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ করতে পারে রেল।

এর মধ্যে রেলের জন্য বিশেষ সোশ্যাল নেকওয়ার্কিং অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন সদানন্দ গৌড়া।

.