বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের প্রতিবাদে দল ছাড়লেন ত্রিপুরা কংগ্রেসের শীর্ষ নেতা

বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের প্রতিবাদ করে দল ছাড়লেন ত্রিপুরা কংগ্রেসের এক শীর্ষ নেতা। গতকাল পদত্যাগ করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ। তিনি সে রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিও বটে।

Updated By: Apr 8, 2016, 08:48 AM IST
বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের প্রতিবাদে দল ছাড়লেন ত্রিপুরা কংগ্রেসের শীর্ষ নেতা

ওয়েব ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের প্রতিবাদ করে দল ছাড়লেন ত্রিপুরা কংগ্রেসের এক শীর্ষ নেতা। গতকাল পদত্যাগ করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ। তিনি সে রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিও বটে।

গতকালই তাঁর পদত্যাগপত্র দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছেন সুদীপ। এছাড়াও তিনি ইতিমধ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষর কাছেও। সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর,  তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠ মহলের দাবি।

.