দেশকে স্বচ্ছ রাখতে গান গাইলেন ভারতরত্ন সচিন

দেশকে স্বচ্ছ করার অভিযানে মানুষ সামিল করতে এবার গান ধরলেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর। আগামী ২ অক্টোবর, স্বচ্ছ ভারত মিশনের এক বছর পূর্তি হতে চলেছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের সেই মিশনের জন্য তৈরি হচ্ছে গান। গানটির কথা লিখছেন প্রসূন জোশি। সুর দিয়েছেন শঙ্কর-এহসান-লয়। গান রেকর্ডিংয়ের কথা টুইট করে জানিয়েছেন সচিন তেন্ডুলকর স্বয়ং।

Updated By: Sep 28, 2015, 04:27 PM IST
দেশকে স্বচ্ছ রাখতে গান গাইলেন ভারতরত্ন সচিন

ওয়েব ডেস্ক: দেশকে স্বচ্ছ করার অভিযানে মানুষ সামিল করতে এবার গান ধরলেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর। আগামী ২ অক্টোবর, স্বচ্ছ ভারত মিশনের এক বছর পূর্তি হতে চলেছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের সেই মিশনের জন্য তৈরি হচ্ছে গান। গানটির কথা লিখছেন প্রসূন জোশি। সুর দিয়েছেন শঙ্কর-এহসান-লয়। গান রেকর্ডিংয়ের কথা টুইট করে জানিয়েছেন সচিন তেন্ডুলকর স্বয়ং।

গানটি গেয়েছেন শঙ্কর মহাদেবন। গানের মাঝে এক জায়গায় গলা দিয়েছেন মাস্টার বাস্টার। বেশ কয়েকটা লাইন গেয়েছেন সিচন। অডিও-র পাশাপাশি ভিডিওতেও দেখা যাবে গানটি। গানটির ভিডিও করছেন পরিচালক-প্রযোজক মহেশ ভাট। ১ অক্টোবর রিলিজ করবে গান দুটি।

গত বছর ২ অক্টোবর দেশব্যপী স্বচ্ছ ভারত অভিযানের ডাক দেন নরেন্দ্র মোদী৷ সচিন-সহ মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে স্বচ্ছ ভারত অভিযানের জন্য মনোনীত করে ছিলেন তিনি৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সচিন স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছিলেন৷

.