নীতীশ-শরদ বিবাদ তুঙ্গে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শরদ ‌যাদব

Updated By: Aug 19, 2017, 06:29 PM IST
নীতীশ-শরদ বিবাদ তুঙ্গে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শরদ ‌যাদব

ওয়েব ডেস্ক: নীতীশকে প্যাঁচে ফেলতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শরদ ‌যাদব। তিনি জেডিইউ-র প্রতীক দাবি করতে চলেছেন। জেডিইউ-র প্রতিষ্ঠাতা সদস্য শরদ। নীতীশ কুমার মহাজোট ছেড়ে বিজেপির হাত ধরেছেন। সেই থেকে নীতীশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন শরদ।

এদিনই আনুষ্ঠানিকভাবে এনডিএ-তে ‌যোগদান করেছেন নীতীশ কুমার। জেডিইউ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন, দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সর্বসম্মতিতে এনডিএ-তে ‌যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেডিইউ-এর ৭০ জন বিধায়ক, ২ জন লোকসভার ও ৭ জন রাজ্যসভার সাংসদ ‌যোগ দিয়েছিলেন ওই বৈঠকে। জেডিইউ-কে এনডিএ-তে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে নীতীশ ও শরদ ‌যাদবের গোষ্ঠীর মধ্যে হাতহাতি শুরু হয়।

শরদ ‌যাদবকে এদিন চরম হুঁশিয়ারি দিয়েছেন নীতীশ কুমার। জেডিইউ-র মুখপাত্র কেসি ত্যাগীর কথায়, ২৭ অগাস্ট আরজেডি-র সভায় হাজির হলে তিনি লক্ষ্মণরেখা পার করে দেবেন। এতেই স্পষ্ট শরদকে দল থেকে বহিষ্কারের পথেই হাঁটতে চলেছেন নীতীশ কুমার।    

আরও পড়ুন- সম্পূর্ণ হল বৃত্ত, NDA-তে ‌যোগ দিল JDU

.