সুপ্রিম কোর্টকে উড়িয়ে দেওয়ার হুমকি অজ্ঞাত ইমেলে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সর্বোচ্চ আদালতকে

সুপ্রিম কোর্টকে উড়িয়ে দেওয়ার হুমকি পাঠাল এক অজ্ঞাত পরিচয় ইমেলের মাধ্যমে। সূত্রের খবর ইমেল করে জানানো হয় উড়িয়ে দেওয়ায় হবে সুপ্রিম কোর্টকে। ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট চত্বরে।

Updated By: Aug 18, 2015, 10:41 AM IST
সুপ্রিম কোর্টকে উড়িয়ে দেওয়ার হুমকি অজ্ঞাত ইমেলে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে  সর্বোচ্চ আদালতকে

এবার সুপ্রিম কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি। সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে এই হুমকি মেল এসেছে। এখনও ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

তবে এরপরই সর্বোচ্চ আদালতকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কিছুদিন আগেই ইয়াকুব মেমনের প্রাণদণ্ডের নির্দেশ দিয়ে হুমকি চিঠি পান সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র। বিচারপতির নামে বেনামে চিঠি পৌছয় তার বাড়িতে।

তুঘলক রোড পুলিস স্টেশনে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়। এরপরই বিচারপতি মিশ্রর নিরাপত্তা বাড়ানো হয়। তাঁর জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়। সুপ্রিম কোর্টে ইয়াকুবের প্রাণদণ্ডের নির্দেশ খারিজ করার পরই বিচারপতি দীপক মিশ্র, পিসি পন্থ ও অমিতাভ রায়ের নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

.