রক্তাক্ত পঞ্চনদের দেশ: এগারো ঘণ্টায় রক্তক্ষয়ী অপারেশনে জঙ্গিমুক্ত গুরদাসপুর, হত ৩ জঙ্গি, প্রাণ হারাল এক এসপি সহ ৫ পুলিসকর্মী ও ৩ সাধারণ মানুষ

রক্তাক্ত পঞ্চনদের দেশ: এগারো ঘণ্টায় রক্তক্ষয়ী অপারেশনে জঙ্গিমুক্ত গুরদাসপুর, হত ৩ জঙ্গি, প্রাণ হারাল এক এসপি সহ ৫ পুলিসকর্মী ও ৩ সাধারণ মানুষ

Updated By: Jul 27, 2015, 06:18 PM IST
রক্তাক্ত পঞ্চনদের দেশ: এগারো ঘণ্টায় রক্তক্ষয়ী অপারেশনে জঙ্গিমুক্ত গুরদাসপুর, হত ৩ জঙ্গি, প্রাণ হারাল এক এসপি সহ ৫ পুলিসকর্মী ও ৩ সাধারণ মানুষ

** পঞ্জাবে জঙ্গিহানার অপারেশন শেষ, ১১ ঘণ্টার গুলি বিনিময়ে নিহত ৩ জঙ্গি, এক এসপি সহ ৫ পুলিসকর্মী ও ৩ সাধারণ মানুষ।

*** অবিরাম সেনা ও জঙ্গির গুলি বিনিময়ে শহীদ হলেন পঞ্জাবের এসপি বলজিত্ সিং (ছবি নিচে)

***গুরদাসপুর জঙ্গিহামলায় মৃত এক জঙ্গি- (ছবি)

*** আইএসআইয়ের যোগ থাকার সম্ভাবনা রয়েছে গোয়েন্দাদের সন্দেহ।

*** মৃত আরও এক জঙ্গি সূত্রের খবর।

*** গুরদাসপুরে জঙ্গি হানায় মৃত ১১, নিহত পঞ্জাবের এসপি বলজিত্ সিং, গুলিতে মৃত ১ জঙ্গিও

** গুরদাসপুর রেললাইনে মিলেছে ৫ তাজা বোমা।

** গুরদাসপুরে জঙ্গিহানায় অপারেশনে ৩০০ জন সেনা মোতায়েন করা হয়েছে। মুম্বই, পুণেতে উচ্চ সতর্কবার্তা জারি হয়েছে। কারফিউ জারি হয়েছে গুরদাসপুরে।

পাঠানকোটের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।

** গুরদাসপুরে রেল লাইনে পাওয়া যায় উচ্চক্ষমতা সম্পন্ন বোমা। সেনাবাহিনী বোমগুলিকে নিস্ক্রিয় করে। সূত্রের খবর, দিনানগর পুলিস স্টেশনে জঙ্গিহামলায় মারা যায় ১ জঙ্গি।

** এখনও ৪ জঙ্গি থানার পাশে পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রয়েছে। চিরুনি তল্লাসি চালাচ্ছে সেনাবাহিনী।

** কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, এইমুহূর্তে সীমান্তে সতর্কবার্তা জারি করা হয়েছে। অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কতজন মারা গেছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে পরিস্থিত এখন নিয়ন্ত্রণে।

** গুরদাসপুরে জঙ্গিহামলায় অন্যান্য মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

পঞ্জাবের গুরদাসপুরে সেনা ইউনিফর্মে জঙ্গিরা দিনানগর টাউনের একটি পুলিস স্টেশন আক্রমণ করল। সোমবার সকালের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮জন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অন্তত ১০। এখনও পর্যন্ত থানার ভিতরে ঢোকা যায়নি। চার জঙ্গি এখনও থানার মধ্যেই রয়েছে। থানার মধ্যে এখনও কজন মারা গেছেন সে বিষয়ে কিছুই জানা যাচ্ছে না।  

.