পশ্চিমবঙ্গে জোটের বিরোধিতায় ত্রিপুরা কংগ্রেসে ভাঙন

এ রাজ্যের পরিস্থিতি যেমনই হোক না কেন, কেরল কিংবা ত্রিপুরায় গল্পটা একেবারেই অন্যরকম। পশ্চিমবঙ্গে জোটের বিরোধিতায় ত্রিপুরা কংগ্রেসে ভাঙন। কংগ্রেস ছাড়লেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা নেতা সুদীপ রায় বর্মণ। তিনি বিক্ষুব্ধ হিসেবেই পরিচিত। এ রাজ্যে দুই রাজনৈতিক দলের জোট নিয়ে জল্পনা হয়েছে অনেক। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে, সেই জোটের কোনও প্রভাব মানুষের মধ্যে সেভাবে পড়েনি, অন্তত আসন সংখ্যার বিচারে। তাই এবার জোটের বিরোধিতা করে তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। রবিবার কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত বৈঠক করেন তিনি।

Updated By: May 31, 2016, 09:39 AM IST
পশ্চিমবঙ্গে জোটের বিরোধিতায় ত্রিপুরা কংগ্রেসে ভাঙন

ওয়েব ডেস্ক: এ রাজ্যের পরিস্থিতি যেমনই হোক না কেন, কেরল কিংবা ত্রিপুরায় গল্পটা একেবারেই অন্যরকম। পশ্চিমবঙ্গে জোটের বিরোধিতায় ত্রিপুরা কংগ্রেসে ভাঙন। কংগ্রেস ছাড়লেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা নেতা সুদীপ রায় বর্মণ। তিনি বিক্ষুব্ধ হিসেবেই পরিচিত। এ রাজ্যে দুই রাজনৈতিক দলের জোট নিয়ে জল্পনা হয়েছে অনেক। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে, সেই জোটের কোনও প্রভাব মানুষের মধ্যে সেভাবে পড়েনি, অন্তত আসন সংখ্যার বিচারে। তাই এবার জোটের বিরোধিতা করে তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। রবিবার কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত বৈঠক করেন তিনি।

.