কাশ্মীরে সেনা জাওয়ানের গুলিতে হত পাকিস্তানের ২ জঙ্গি

রবিবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেনা জাওয়ান ও পাকিস্তানের জঙ্গি সংগঠন জাইশ-এ-মহাম্মদের(JeM) মধ্যে গুলির লড়াইয়ে মৃত ২ জেইএম জঙ্গি।

Updated By: Oct 4, 2015, 08:36 PM IST
কাশ্মীরে সেনা জাওয়ানের গুলিতে হত পাকিস্তানের ২ জঙ্গি

ওয়েব ডেস্ক: রবিবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেনা জাওয়ান ও পাকিস্তানের জঙ্গি সংগঠন জাইশ-এ-মহাম্মদের(JeM) মধ্যে গুলির লড়াইয়ে মৃত ২ জেইএম জঙ্গি।

সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে পুলওয়ামা জেলায়। এই খবর আগে থেকেই ছিল পুলিসের কাছে। রবিবার পুলিস ও সেনা জাওয়ানরা মিলে যৌথ অভিযান শুরু করে পুলওয়ামা জেলার হরি গ্রামে। পুলিসি অভিযানের কথা জানতে পেরে ওই গ্রাম থেকে পালানোর চেষ্টা করে জাইশ-এ-মহাম্মদের জঙ্গিরা। ঘটনাস্থলে পুলিস ও জাওয়ানরা পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই দুই জেইএম সদস্য। পাল্টা গুলি চালায় পুলিসও। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় বুলেট বিনিময়। ঘটনাস্থলে নিহত হয় ওই দুই জঙ্গি।

"এই অভিযানে যে দুই জেইএম সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে একজনের নাম আদিল পাঠান এবং অন্যজন বার্মি", সাংবাদিকদের এই কথা জানান ওয়ান্তিপোরার পুলিশ সুপার ইরশাদ আহমেদ।

উল্লেখ্য এই জেইএম গোষ্ঠীই জম্মু ও কাশ্মীর এবং ২০০১ সালে দিল্লিতে সংসদ হামলার মূল চক্রী।  

.