মন্ত্রমুগ্ধ মোহালির পাঞ্চজন্য

মোহালিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। টি-২০ এবং একিদনের ম্যাচের সিরিজ হেরে গিয়েছে ধোনির ভারত। বিরাট কোহলির ভারত কি পারবে তার বদলা নিতে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। তার আগে জেনে নিন মোহালির ৫ টি প্রয়োজনীয় তথ্য।

Updated By: Nov 3, 2015, 09:16 PM IST
মন্ত্রমুগ্ধ মোহালির পাঞ্চজন্য

ওয়েব ডেস্ক: মোহালিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। টি-২০ এবং একদিনের ম্যাচের সিরিজ হেরে গিয়েছে ধোনির ভারত। বিরাট কোহলির ভারত কি পারবে তার বদলা নিতে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। তার আগে জেনে নিন মোহালির ৫ টি প্রয়োজনীয় তথ্য।

১) ভারত এখানে টেস্টে এক ইনিংসে সব থেকে বেশি রান করেছে ২০০৫-এ পাকিস্তানের বিরুদ্ধে। সেবার ভারত করেছিল ৫১৬।

২) মোহালিতে ভারতের হয়ে টেস্টে সবথেকে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। ১১ ম্যাচ মোহালিতে খেলে সচিন করেছেন ৭৬৭ রান।

৩) মোহালিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি ২ টি করে সেঞ্চুরি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগ এবং রাহুল দ্রাবিড়।

৪) মোহালিতে সবথেকে বেশি ৬ টি ইনিংসে শূন্য করার রেকর্ড রয়েছে জাহির খানের।

৫) মোহালিতে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট পেয়েছেন অনিল কুম্বলে। ৭ ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৩৬ উইকেট।

 

.