আইসিসি-র সভায় সৌরভের যাওয়া আটকে দিলেন শ্রীনি!

Updated By: Apr 17, 2017, 11:38 PM IST
আইসিসি-র সভায় সৌরভের যাওয়া আটকে দিলেন শ্রীনি!

ওয়েব ডেস্ক: আইসিসি-র সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে সৌরভ গাঙ্গুলির যাওয়া আটকে দিয়ে বোর্ড রাজনীতির কূটনৈতিক চালে আবার বাজিমাত করলেন এন শ্রীনিবাসন। আইসিসি-র সভায় বোর্ডের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন শ্রীনি ঘনিষ্ট বোর্ডের বর্তমান কার্যকারী সচিব অমিতাভ চৌধুরী। এদিনের সভায় বোর্ডের প্রশাসনিক কমিটির সিইও রাহুল জহুরি অমিতাভ চৌধুরীর নাম ঘোষনা করেন। বোর্ডের প্রশাসনিক স্তরের ডামাডোলের সুযোগ নিয়ে ক্রিকেটের মূলস্রোতে ফিরতে উদ্যোগী হয়েছেন শ্রীনিবাসন। বিভিন্ন সমীকরণের মাধ্যমে আইসিসি-র সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে যাওয়ার ছক কষেছিলেন  শ্রীনি। সেটা আটকাতে শ্রীনি বিরোধী গোষ্ঠী  সৌরভকে আইসিসি-তে পাঠাতে উদ্যোগী হয়। দুপক্ষের টানাপোড়নে কার্যত জয়ী শ্রীনিবাসন। শ্রীনির ব্যাপারে সরাসরি আপত্তি তোলেন  বিচারপতি দীপক মিশ্র। তাঁর দাবি ছিল লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী স্বার্থের সংঘাতে অভিযুক্ত শ্রীনি। তাই সুপ্রিম কের্টের রায় অনুযায়ী শ্রীনির যাওয়ার প্রশ্নই নেই। এমন কি বোর্ড এবং রাজ্য সংস্থার যেসব কর্তারা লোধা কমিটি আইনের  ফাঁদে আটকেছেন তারাও কেউ ICC-র সভায় যেতে পারবেন না। নিজের যাওয়া আটকে যেতেই  হিসেব নিকেশ করে সৌরভের পথের কাঁটা হয়ে দাড়ালেন শ্রীনি । অমিতাভ চৌধুরীর সাথে ICC-র সভায় যাচ্ছেন বোর্ডের সিইও- রাহুল জহুরি।

.