দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টে নেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার

Updated By: Sep 12, 2017, 11:57 AM IST
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টে নেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ড্র হলেও, একটি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেখানে দুটো টেস্ট, তিনটে একদিনের ম্যাচ এবং দুটো টি২০ ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল। সিরিজের দুটো টেস্টে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার শাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, '২০১৬ থেকে ধরলে, সব ফরম্যাট মিলিয়ে ৫০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে শাকিব। এই সময়ে ও দলের হয়ে ৭৭১ রান করেছে এবং ৪১টি উইকেট নিয়েছে। এছাড়াও শাকিব বিশ্বের নানা দেশের টি২০ লিগে খেলে। তাই ওর বিশ্রাম দরকার ছিল। ও বোর্ডকে চিঠি লিখে সেই কথা জানিয়েওছিল।' টেস্ট দুটোতে না খেললেও, পরের তিনটে একদিনের ম্যাচ এবং দুটো টি২০ ম্যাচে খেলবেন শাকিব আল হাসান। শাকিবের জায়গায় দলে নেওয়া হয়েছে মাহমুদ্দালাহকে। দল থেকে বাদ পড়েছেন নাসের হুসেন। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ দল -

আরও পড়ুন আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হতে পারেন জাম্পা, বললেন স্মিথ

বাংলাদেশ দল - মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায় এবং মোমিনুল হক।

আরও পড়ুন  পাকিস্তান বনাম বিশ্ব একাদশের টি২০ ম্যাচ কবে, কোথায়, কখন, সব জেনে নিন

.