মেসি এবং সুয়ারেজের দাপটে পিছিয়ে পড়েও জয় বার্সেলোনার

লিওনেল মেসি এবং লুই সুয়ারেজের দাপটে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে দুই-এক গোলে হারিয়ে দিল লুই এনরিকের দল। ফলে খেতাব জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হল ক্যাটাল্যান্সদের। ম্যাচের শুরুতেই কোকের গোল এগিয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদকে। কিন্তু বিরতির আগে দলকে সমতায় ফেরান মেসি। দুরন্ত মুভ থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। তার কিছু পরেই বার্সার  হয়ে জয়সূচক গোলটি করেন লুই সুয়ারেজ। এই নিয়ে চলতি মরসুমে একত্রিশটি গোল করা হয়ে গেল তাঁর। ফিলিপে লুইস আর  দিয়েগো গডিন লালকার্ড দেখায় ম্যাচে বেশ খানিকটা সময় নয়জনে খেলতে হয় দিয়েগো সিমিওনের দলকে।

Updated By: Jan 31, 2016, 09:44 PM IST
মেসি এবং সুয়ারেজের দাপটে পিছিয়ে পড়েও জয় বার্সেলোনার

ওয়েব ডেস্ক: লিওনেল মেসি এবং লুই সুয়ারেজের দাপটে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে দুই-এক গোলে হারিয়ে দিল লুই এনরিকের দল। ফলে খেতাব জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হল ক্যাটাল্যান্সদের। ম্যাচের শুরুতেই কোকের গোল এগিয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদকে। কিন্তু বিরতির আগে দলকে সমতায় ফেরান মেসি। দুরন্ত মুভ থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। তার কিছু পরেই বার্সার  হয়ে জয়সূচক গোলটি করেন লুই সুয়ারেজ। এই নিয়ে চলতি মরসুমে একত্রিশটি গোল করা হয়ে গেল তাঁর। ফিলিপে লুইস আর  দিয়েগো গডিন লালকার্ড দেখায় ম্যাচে বেশ খানিকটা সময় নয়জনে খেলতে হয় দিয়েগো সিমিওনের দলকে।

.