অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বার্সেলোনা

  অ্যাথলেটিকো বিলবাওকে এক-শূন্য গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বার্সেলোনা। ক্যাটালিয়ান্স ক্লাবের কোচ হিসেবে একশোতম ম্যাচটি জিতলেন লুই এনরিকে। এদিন ম্যাচের কুড়ি মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করে বার্সাকে জেতান ইভান র্যানকিটিচ। আর্দা তুরানের মাপা সেন্টার থেকে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার।

Updated By: Aug 29, 2016, 08:42 PM IST
অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বার্সেলোনা

ওয়েব ডেস্ক:  অ্যাথলেটিকো বিলবাওকে এক-শূন্য গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বার্সেলোনা। ক্যাটালিয়ান্স ক্লাবের কোচ হিসেবে একশোতম ম্যাচটি জিতলেন লুই এনরিকে। এদিন ম্যাচের কুড়ি মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করে বার্সাকে জেতান ইভান র্যানকিটিচ। আর্দা তুরানের মাপা সেন্টার থেকে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার।

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে

মাত্র এক গোলে জিতলেও ম্যাচের বেশিরভাগ সময় বার্সেলোনার খেলায় দাপট ছিল বেশি। মেসি,সুয়ারেজ,তুরানরা গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে ম্যাচটি জিততেই পারত এনরিকে ব্রিগেড। যদিও শেষপর্যন্ত দল যে জয় পেয়েছে, তাতেই খুশি সবাই।

আরও পড়ুন  যাঁর জন্মদিনে ১৩০ কোটির দেশের আজ ক্রীড়াদিবস, তাঁকেই জানবেন না?

.