প্রত্যাশা মতোই উয়েফার বর্ষসেরা টিমে আধিপত্য থাকল বার্সেলোনার

প্রত্যাশা মতোই উয়েফার বর্ষসেরা টিমে আধিপত্য থাকল বার্সেলোনার। ক্যাটালিয়ান্সদের পাঁচ ফুটবলার রয়েছে বর্ষসেরা  দলে। মেসি,নেইমার ছাড়াও দলে রয়েছেন ইনিয়েস্তা, দানি  আলভেস ও জেরার্ড পিকে। শেষ এক বছরে পাঁচটা ট্রফি জিতেছে বার্সেলোনা। তাই এনরিকে ব্রিগেডের পাঁচ ফুটবলার সুযোগ পাওয়াটা অপ্রত্যাশিত নয়। রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও দলে রয়েছেন হামেস রডরিগেজ ও সার্জিও র‍্যামস। এই নিয়ে  দশবার উয়েফার বর্ষসেরা দলে সুযোগ পেয়ে রেকর্ড গড়লেন সিআর সেভেন।

Updated By: Jan 9, 2016, 06:40 PM IST
প্রত্যাশা মতোই উয়েফার বর্ষসেরা টিমে আধিপত্য থাকল বার্সেলোনার

ওয়েব ডেস্ক: প্রত্যাশা মতোই উয়েফার বর্ষসেরা টিমে আধিপত্য থাকল বার্সেলোনার। ক্যাটালিয়ান্সদের পাঁচ ফুটবলার রয়েছে বর্ষসেরা  দলে। মেসি,নেইমার ছাড়াও দলে রয়েছেন ইনিয়েস্তা, দানি  আলভেস ও জেরার্ড পিকে। শেষ এক বছরে পাঁচটা ট্রফি জিতেছে বার্সেলোনা। তাই এনরিকে ব্রিগেডের পাঁচ ফুটবলার সুযোগ পাওয়াটা অপ্রত্যাশিত নয়। রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও দলে রয়েছেন হামেস রডরিগেজ ও সার্জিও র‍্যামস। এই নিয়ে  দশবার উয়েফার বর্ষসেরা দলে সুযোগ পেয়ে রেকর্ড গড়লেন সিআর সেভেন।
এ ছাড়াও দলে রয়েছেন পল পোগবা, ডেভিড আলাবা ও তারকা গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার। উয়েফার বর্ষসেরা দলে স্প্যানিশ লিগে খেলা ফুটবলারদের আধিপত্য থাকলেও, দলে স্থান পাননি ইংলিশ প্রিমিয়ার লিগের একজনও ফুটবলার।

 

.