লোধা কমিটির প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি বাংলার প্রাক্তন ক্রিকেটাররা

লোধা কমিটির প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি বাংলার প্রাক্তন ক্রিকেটাররা। মন্ত্রী,আমলা বাদ দিয়ে ক্রিকেটারদের বেশি করে ক্রিকেট প্রশাসনে আনার জন্য সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অরুনলালের মতন প্রাক্তন ক্রিকেটাররা। তাদের মতে সৌরভ গাঙ্গুলিই প্রমান করে দিয়েছেন  ক্রিকেটারদের হাতে প্রাশাসনিক দায়িত্ব দিলে আখেরে ভারতীয় ক্রিকেটের লাভই হবে।

Updated By: Jul 24, 2016, 07:46 PM IST
লোধা কমিটির প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি বাংলার প্রাক্তন ক্রিকেটাররা

ওয়েব ডেস্ক: লোধা কমিটির প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি বাংলার প্রাক্তন ক্রিকেটাররা। মন্ত্রী,আমলা বাদ দিয়ে ক্রিকেটারদের বেশি করে ক্রিকেট প্রশাসনে আনার জন্য সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অরুনলালের মতন প্রাক্তন ক্রিকেটাররা। তাদের মতে সৌরভ গাঙ্গুলিই প্রমান করে দিয়েছেন  ক্রিকেটারদের হাতে প্রাশাসনিক দায়িত্ব দিলে আখেরে ভারতীয় ক্রিকেটের লাভই হবে।

আরও পড়ুন ক্রিকেট নয়, এবার অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড করল ভারত!

সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছে ক্রিকেটারদের স্বার্থে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন গড়তে হবে। সেই সিদ্ধান্তে খুশি প্রায় সব প্রাক্তন ক্রিকেটাররাই। অরুনলালের দাবি দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন করছিলেন তা এতদিনে বাস্তবায়িত হল।

আরও পড়ুন  মালামাল উইকলির থেকেও বাস্তবের এই লটারির ঘটনা বেশি উত্তেজক

.